Home> দেশ
Advertisement

খুন হলেন ইনফোসিসের এক মহিলা কর্মী

রেল স্টেশনে ভরা প্ল্যাটফর্মে খুন ইনফোসিসের এক মহিলা কর্মী। চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

খুন হলেন ইনফোসিসের এক মহিলা কর্মী

ওয়েব ডেস্ক: রেল স্টেশনে ভরা প্ল্যাটফর্মে খুন ইনফোসিসের এক মহিলা কর্মী। চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

 

স্বাতী নামে ওই তরুণী অফিস যাওয়ার জন্য ট্রেন ধরতে সকালে স্টেশনে আসেন। বাবাই তাঁকে স্টেশনে নামিয়ে দিয়ে যান। প্ল্যাটফর্মে অপেক্ষার সময়, হঠাত্‍ এক যুবক তাঁর দিকে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুজনের মধ্যে তুমুল বাদানুবাদ হয়। এরপরই ব্যাগ থেকে ছুরি বের করে এলোপাথারি স্বাতীর ওপর চালাতে থাকে ওই যুবক।

৯ বছর আগে খুন হয়েও এবার ভোটে জিতলেন প্রার্থী!

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বাতী। অজস্র আঘাত ছিল মুখে, গলায়। গত সপ্তাহেই এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বচসা হয় তাঁর। সেই ঘটনার সঙ্গে এদিনের হামলার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। তদন্তে প্রাথমিক অনুমান, পরিচিত কেউ ছিল আততায়ী। যদিও খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়।

Read More