Home> দেশ
Advertisement

Muzaffarnagar Schocker: একের পর এক পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করেছে নোংরা স্বামী! সেই রাগে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে...

Muzaffarnagar Schocker: পাপ, যৌনতা, খুন! একটা অপরাধ ডেকে আনছে অন্য অপরাধকে। সম্প্রতি মুজফ্ফরনগরে যা ঘটল, অবিশ্বাস্য! স্বামীকে নৃশংস ভাবে খুন করল স্ত্রীই! কেন?

Muzaffarnagar Schocker: একের পর এক পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করেছে নোংরা স্বামী! সেই রাগে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী হচ্ছে বিশ্ব জুড়ে? দেশে-দেশে, রাজ্যে-রাজ্যে, নগরে-নগরে? শুধু অপরাধ, পাপ, যৌনতা, খুন! একটা অপরাধ ডেকে আনছে অন্য অপরাধকে। সম্প্রতি মুজফ্ফরনগরে যা ঘটল, অবিশ্বাস্য! স্বামীকে নৃশংস ভাবে খুন করল স্বয়ং স্ত্রীই! কেন? কী করে এমন ঘটল? 

আরও পড়ুন: Rudraprayag Accident: যাত্রীভরা বাস গিয়ে পড়ল ভয়ংকর উত্তাল অলকানন্দায়! ভেসে গেলেন বহু! আর্তি, কান্না, ১৮ জনেরই মৃত্যু...

আরও পড়ুন: Shubhanshu Shukla: সেকেন্ডে ৭.৫ কিমি বেগে ঘুরতে-ঘুরতে পৃথিবীতে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু! কী বললেন...

নোংরামি

উত্তর প্রদেশের ঘটনা। বছর বত্রিশের স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে প্রায় বারাঙ্গনা বানিয়ে ফেলেছিল। স্বামী তাঁকে পরের পর অন্য পুরুষের সঙ্গে শুতে বাধ্য করেছে। শুধু তাই নয়, বর্বর সেই সব যৌনতার ভিডিয়োও তুলে রাখত। এবং অনলাইনে সেসব বিক্রি করে পয়সা রোজগার করত। গত তিন বছর ধরে এরকম চলছে।

হাড়হিম

একদিন সহ্য করতে না পেরে স্ত্রী শ্বাসরোধ করে খুনই করে ফেলল স্বামীকে। স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করল সে।

আত্মহত্যার গল্প?

বর্বর স্বামীর নাম সলমান আহমেদ। বয়স ৩৫ বছর। গত ২০ জুন রাতে তার দেহ উত্তর প্রদেশের মুজফ্ফরনগর থেকে পাওয়া যায়। প্রথমে অবশ্য স্ত্রী স্বামীকে খুন করার কথা স্বীকার করেনি। বলেছিল, স্বামী আত্মহত্যা করেছে। পরে অবশ্য তদন্তে সবটা প্রকাশ পায়। স্ত্রী স্বীকার করে স্বামীর সফট ড্রিংকে প্রথেম সে ঘুমের ওষুধ মেশায়, পরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More