জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্ধ-নগ্ন হয়ে নাবালক ছাত্রের সঙ্গে ভিডিয়ো চ্যাট শিক্ষিকার! ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রকে শিক্ষিকা উত্তেজক ভিডিয়ো পাঠান বলেও অভিযোগ। মোবাইল ঘেঁটে শিক্ষিকার সেইসব আপত্তিকর ভিডিয়ো হাতে পড়ে ওই ছাত্রেরমায়ের। আর তারপরই সামনে আসে ৩৫ বছর বয়সী ওই শিক্ষিকার কুকীর্তি।
অর্ধ-নগ্ন ভিডিয়ো চ্যাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৫ বছর বয়সী ওই শিক্ষিকাকে। এই ঘটনাটিও ঘটেছে নবি মুম্বইতেই। এই ঘটনায় ওই ছাত্রের বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। তারপরই পকসো আইনে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই নাবালক ছাত্রকে যৌন উত্তেজক মেসেজ পাঠাচ্ছিলেন। এরপর শুরু করেন ভিডিয়ো চ্যাট!
অর্ধনগ্ন হয়ে ভিডিয়ো কল করতে থাকেন ওই ছাত্রকে। ক্লাস টেনের ওই ছাত্র ফোনে রেকর্ডও করে অর্ধ-নগ্ন শিক্ষিকার ভিডিয়ো কল। প্রথমে ওই ছাত্র ঘটনাটি চেপে যায়। কিন্তু তার মা ফোন ঘেঁটে সেই ভিডিয়ো খুঁজে পান। এরপর আপত্তিকর ভিডিয়ো নিয়ে ওই ছাত্রকে জিজ্ঞাসা করতেই সে জানায় যে, ওই মহিলা তার ক্লাসের টিচার। বাবা-মাকে পুরো বিষয়টি খুলে জানায় সে। এরপরই বাবা-মা পুলিসের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে।
বাজেয়াপ্ত করা হয়েছে ওই শিক্ষিকার ফোনটিও। খতিয়ে দেখা হচ্ছে ওই শিক্ষিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই নবি মুম্বইয়েরই এক নামী স্কুলের ৪০ বছর বয়সী শিক্ষিকাকে পুলিস গ্রেফতার করে। ১৬ বছর বয়সী এক নাবালক ছাত্রকে এক বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় ওই শিক্ষিকাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)