জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ITR ফাইল করা এখন আরও সহজ। আয়কর রিটার্ন ফাইল (New Income Tax Bill) করার জন্য ৩টি বড় পরিবর্তন আনছে সরকার। ২০২৫ সালে নতুন আয়কর বিল আনার পরিকল্পনা করছে কেন্দ্র, যা আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে। সংসদে জমা দেওয়া একটি নির্বাচিত কমিটির রিপোর্টে এমন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, যা করদাতাদের বার্ষিক কর ফাইলিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ করতে পারে।
এমনকী এই মুহূর্তে, আপনি যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ITR ফাইল না করেন—এবং শুধু টাকা ফেরত পাওয়ার জন্য রিটার্ন জমা দেন—তাহলেও আপনাকে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, আপনি যদি শুধু রিফান্ড পাওয়ার জন্য ITR ফাইল করেন, এবং আপনার উপার্জন করযোগ্য সীমার নিচে হয়, তাহলে জরিমানা না নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এই পরিবর্তন হলে অনেক সাধারণ করদাতা উপকৃত হবেন, যারা ট্যাক্স কাটার পর অতিরিক্ত টাকা ফেরত পেতে চান, কিন্তু সময়সীমা মিস করেন। ছোট করদাতাদের জন্য বড় স্বস্তি! কমিটির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ও সাধুবাদযোগ্য পরিবর্তনের প্রস্তাব এসেছে। আপনার মোট আয় যদি করযোগ্য সীমার নিচে হয় এবং আপনি শুধুমাত্র রিফান্ড পাওয়ার জন্য ITR ফাইল করেন, তাহলে শেষ তারিখ মিস করলেও জরিমানা না করার সুপারিশ করা হয়েছে।
এই প্রস্তাব বিশেষ করে ছোট করদাতা ও বেতনভোগী মানুষদের লক্ষ্য করে আনা হয়েছে, যারা অনেক সময় শুধুমাত্র রিফান্ড পাওয়ার জন্য রিটার্ন জমা দেন, কিন্তু ডেডলাইন মিস করলে জরিমানার মুখে পড়েন। এই পরিবর্তন কার্যকর হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন, আর পুরো ব্যবস্থাটাও আরও ন্যায়সঙ্গত ও সুবিধাজনক হয়ে উঠবে।
যারা বাড়ি ভাড়া দিয়ে রোজগার করেন, তাঁদের জন্য সিলেক্ট কমিটি দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে— ৩০% স্ট্যান্ডার্ড ডিডাকশন স্পষ্টভাবে আইনে উল্লেখ করা হোক: এখনকার নিয়মে, বাড়ি থেকে রোজগার করলে মিউনিসিপ্যাল ট্যাক্স কাটার পরে ৩০% ছাড় দেওয়া হয়। কিন্তু অনেকের মনে এ নিয়ে বিভ্রান্তি থাকে, কারণ এই ছাড়টা সরাসরি আইনে স্পষ্টভাবে লেখা নেই। তাই কমিটির সুপারিশ, নতুন আয়কর আইনে এটা খোলাখুলি ও পরিষ্কারভাবে লিখে দেওয়া হোক। এতে করদাতাদের আর বিভ্রান্তি থাকবে না।
বাড়ি থেকে রোজগারের ওপর কর ছাড়ে দ্বিতীয় বড়ো পরিবর্তন হল হোম লোনের সুদের ছাড় শুধু নিজের থাকার বাড়িতে নয়, ভাড়ার জন্যও প্রযোজ্য হোক: এখন যাঁরা নিজের থাকার জন্য বাড়ি কিনে লোন নেন, শুধু তাঁরাই হোম লোনের সুদের উপর কর ছাড় পান। কিন্তু ভাড়ার জন্য বাড়ি কেনা হলে এই সুবিধা পাওয়া যায় না। নতুন প্রস্তাব বলছে, হোম লোনের সুদের ছাড় ভাড়ার জন্য কেনা বাড়িতেও প্রযোজ্য হোক। এতে মধ্যবিত্ত ও ইনভেস্টরদের সুবিধা হবে, যাঁরা ভবিষ্যতের জন্য ভাড়ার বাড়িতে বিনিয়োগ করেন।
সহজ ও ছোট ফর্ম
নতুন বিলে এমন ITR ফর্ম চালু করার কথা বলা হয়েছে যা আগের তুলনায় অনেক ছোট ও সহজ হবে। এতে কম তথ্য দিতে হবে এবং যারা কম আয় করেন বা নির্দিষ্ট সীমার মধ্যে পড়েন, তাঁদের জন্য এটি ভীষণ সুবিধাজনক হবে।
প্রি-ফিলড তথ্য
নতুন নিয়মে করদাতার বেতন, ব্যাংকের সুদ, বিনিয়োগ ইত্যাদি তথ্য অটোমেটিকভাবে ফর্মে ভরে যাবে, যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে এবং সময়ও বাঁচবে। এর ফলে করদাতাদের শুধু যাচাই করে জমা দিতে হবে।
প্রক্রিয়া হবে আরও ডিজিটাল
এই বিলে আয়কর দফতরের সঙ্গে যোগাযোগের পুরো প্রক্রিয়াটি আরও ডিজিটাল এবং ব্যবহার বান্ধব করে তোলা হবে। ঘরে বসেই সহজে রিটার্ন ফাইল করা যাবে এবং খুব কম ক্ষেত্রেই অফিসে যাওয়ার প্রয়োজন হবে।
এই নতুন পরিবর্তনগুলি বাস্তবায়িত হলে, সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য আয়কর জমা দেওয়া অনেক সহজ, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত হবে। সরকারের এই পদক্ষেপ কর ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)