Home> দেশ
Advertisement

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহারের নতুন নিয়ম!

ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে ট্রানজ্যাকশন ফি এবং সার্ভিস চার্জ বাবদ খরচ করতে হয় ক্রেতাদের। এবার এই ব্যবস্থা অতীত হয়ে যেতে পারে।

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহারের নতুন নিয়ম!

ওয়েব ডেস্ক : ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে ট্রানজ্যাকশন ফি এবং সার্ভিস চার্জ বাবদ খরচ করতে হয় ক্রেতাদের। এবার এই ব্যবস্থা অতীত হয়ে যেতে পারে।

কেন্দ্র চাইছে, আগামী দিনে নগদ লেনদেন কমিয়ে আরও বেশি করে দেশের মানুষকে কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবস্থায় অভ্যস্ত করতে। এবার তাই নতুন অভ্যাস তৈরি করতে বাড়তি সুযোগ দেওয়ার কথা ভাবছে অর্থমন্ত্রক।

আপাতত, রেলের টিকিট কাটা কিংবা অন্যান্য সরকারি পরিষেবা নিতে ডিজিটাল পেমেন্ট করলে বিভিন্ন ফি এবং সার্ভিস চার্জ দিতে হবে না। এছাড়া পেট্রল পাম্প, বিভিন্ন সরকার পরিচালিত সৌধ বা সংস্থার টিকিট কাটা, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে কোনও ফি এবং সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট করা যাবে।

Read More