Home> দেশ
Advertisement

নতুন বছরে মুম্বইয়ে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন

 নতুন বছরে মুম্বইয়ে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন

নিজস্ব প্রতিবেদন: দশকের অপেক্ষা শেষে অবশেষে মুম্বইয়ে ছুটতে চলেছে এসি লোকাল ট্রেন। ১ জানুয়ারি থেকে মুম্বই শহরে এসি লোকাল ট্রেন চলবে বলে বুধবার জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। 

মুম্বইয়ের লোকাল ট্রেনে বেশ কয়েক দশক রয়েছে বিলাসবহুল প্রথম শ্রেণি। এবার সেখানে চালু হচ্ছে আস্ত এসি লোকাল ট্রেন। প্রাথমিক ভাবে দিনে ৭টি জোড়া এসি লোকাল ট্রেন চালাবে পশ্চিম রেল। ভাড়া গুনতে হবে প্রথম শ্রেণির দেড় গুণ। 

আরও পড়ুন - পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ রুখতে একসুর সুষমা-টিলারসন

মধ্য রেলের শাখাগুলিতেও এসি লোকাল ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল মন্ত্রক। সেজন্য কেনা হচ্ছে আরও এসি লোকাল রেক। চলতি মাস থেকেই মুম্বইতে এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের। কিন্তু শেষ পর্যন্ত তা করে উঠতে পারেনি রেল। 

এক একটি ট্রেন ৫,৯৬৪ জন যাত্রী পরিবহণ করতে পারবে। বসে যাত্রা করতে পারবেন ১,০২৮ জন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। সাধারণ লোকাল ট্রেনের মতোই প্রতিটি স্টেশনে ২০ - ৩০ সেকেন্ড করে দাঁড়াবে ট্রেনগুলি। 

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এসি লোকাল রেকগুলি। রেকগুলিতে থাকবে মেট্রো রেলের ট্রেনের মতো স্বয়ংক্রিয় দরজা। 

 

Read More