Home> দেশ
Advertisement

Wife Killed Husband: আমি ওর সঙ্গেই থাকব! বয়স মাত্র ১৬, তো? বিয়ের ৪৫ দিনের মাথায়ই কিশোরী বউ খু*ন করল বরকে...সঙ্গী প্রেমিকও...

Jharkhand Shocker: বাড়ি থেকে জোর করে বিয়ে দেয় ষোলোর কিশোরীর। কিন্তু তার মন তো সে অন্য কাউকে আগে থেকেই দিয়ে রেখেছে। আর সেই টানই তাকে দিয়ে ঘটাল ভয়ংকর কাণ্ড। প্রেমিকের সঙ্গে মিলে বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকে নৃশংস খুনের অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে।

Wife Killed Husband: আমি ওর সঙ্গেই থাকব! বয়স মাত্র ১৬, তো? বিয়ের ৪৫ দিনের মাথায়ই কিশোরী বউ খু*ন করল বরকে...সঙ্গী প্রেমিকও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৪৫ দিনের বিয়ে। ষোলোর নববধূ কিশোরীর ভয়ংকর কাণ্ড। প্রেমিকের সঙ্গে মিলে ৪৫ দিনের স্বামীকে খুন। হাড়হিম ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের পালামু জেলার সিনজো গ্রামে। 

জানা গিয়েছে, ৩১ জুলাই ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, ২২ জুন লাতেহার জেলার দাহি গ্রামের যুবক সরফেরাজের সঙ্গে কিশোরীকে জোর করে বিয়ে দেওয়া হয়। পারিবারিক চাপেই কিশোরী বিয়েটি করতে বাধ্য হয়। কারণ সে অন্যএকজনকে ভালোবাসত। বিয়ের কয়েকদিন পরই, কিশোরী তাঁর স্বামী থেকে আলাদা থাকতে শুরু করে।

আরও পড়ুন:The gold discovery: গুপ্তধনের সন্ধান! উঁচু ঝরনা আর মার্বেল পাথরের আড়ালেই ছড়িয়ে বিরাট সোনার খনি, যা পালটে দেবে ভবিষ্যত্‍...

প্রেমিকের সঙ্গে থাকতে মরিয়া হয়ে ওঠে কিশোরী। যার ফলে প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে খুনের ছক কষে। ৩১ জুলাই স্বামীকে একা দেখা করার নাম জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই লুকিয়ে বসেছিল প্রেমিক। কিশোরী এবং তাঁর প্রেমিক মিলে সরফরাজকে পাথর দিয়ে থেঁতলে খুন করে। অপরাধ লুকোনোর জন্য পাতা দিয়ে মৃতদেহ ঢেকে রাখে।

পুলিস সুপারিনটেনডেন্ট নিশ্চিত করেছেন যে, প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই খুব তাড়াতাড়ি অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়। পুলিসি জেরায় সে তার অপরাধের কথাও স্বীকার করে। কিশোরী পুলিসকে জানায় যে, সে তার প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই এই বিয়ে থেকে বাঁচার জন্য এটাই একমাত্র পথ ছিল।

ঘটনায় অভিযুক্ত প্রেমিক এখনও পলাতক। তাকে গ্রেফতারির জন্য জোরকদমে তল্লাশি চলছে।

আরও পড়ুন:Bengaluru: 'আমি চলে যাচ্ছি, এবার তোমরা শান্তিতে থেকো...' মাকে বিদায় জানিয়ে জীবনে দাঁড়ি টানল চোদ্দর কিশোর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More