Home> দেশ
Advertisement

Cyclone Tej: তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'তেজ'! অষ্টমী থেকে তোলপাড়ের সম্ভাবনা এইসব এলাকায়

Cyclone Tej: সমুদ্রের তাপমাত্রার তারতম্যের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগামী ২১ অক্টোবর আরব সাগরে ঘূর্ণাবর্তের জন্য কেরালায় টানা ৫ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস

Cyclone Tej: তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'তেজ'! অষ্টমী থেকে তোলপাড়ের সম্ভাবনা এইসব এলাকায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে তৈরি হবে পারে ঘূর্ণিঝড় 'তেজ'। আগামী ২ দিনে স্পষ্ট হয়ে যাবে সেই ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কিনা। এনিয়ে সতর্ক করেছে দিল্লির মৌসম ভবন। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার প্রভাব পড়তে পারে মুম্বই, পুণে ও কোঙ্কন অঞ্চলে। এর জেরে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে ওইসব এলাকায়।

আরও পড়ুন-হামাস যেন না পায়; গাজাকে ১০ কোটি ডলার দেওয়ার কথা বলেও হুঁশিয়ারি বাইডেনের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণপূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরে একটি লো প্রসার জোন তৈরি হচ্ছে আগামী ৪৮ ঘণ্টায়। সেই লো প্রেসার জোনের জেরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ২১ অক্টোবর নগাদ। যদি সেই ঘূরিণঝড় তৈরি হয় তাহলে তার নামে হবে 'তেজ'। কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে ওই ঝড়ের গতি হতে পারে ১২০ কিমি পর্যন্ত। উল্লেখ্য, গত বছর আরব সাগরে কোনও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়নি। তবে বঙ্গোপসাগর দেখেছিল সিত্রাং ও মন্দৌসের তাণ্ডব। ওই দুই ঘূর্ণিঝড়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ ও মায়ানমার।

উত্সবের মরশুম চলছে। দেশজুড়েই পালিত হচ্ছে নবরাত্রি ও দুর্গাপুজো। এর মধ্যেই ঝড়ের চোখরাঙানি। তেজের দাপটে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বই, পুণে, ও কোঙ্কন এলাকায়। ফলে সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে ওইসব এলাকায়।

সমুদ্রের তাপমাত্রার তারতম্যের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগামী ২১ অক্টোবর আরব সাগরে ঘূর্ণাবর্তের জন্য কেরালায় টানা ৫ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More