ওয়েব ডেস্ক : ধর্ম প্রচারক জাকির নায়েকের ওপর এবার নজরদারি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। অভিযোগের ভিত্তিতে আজ সকালে থেকে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাইন্ডেশন(IFR)-এর ১০টি শাখায় তল্লাশি চালায় NIA। সঙ্গে ছিল মুম্বই পুলিস।
আরও পড়ুন- নোট বাতিলের জেরে সুদের হার কমল ফিক্সড ডিপোজিটে
বেআইনী কার্যকলাপ করা ও তাঁর সঙ্গে জঙ্গিযোগের অভিযোগ তুলে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা রুজু করেছে NIA। আর সেই মামলার তদন্ত করতে নেমেই এই তল্লাশি শুরু হয়েছে বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার IFR-এর ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গোয়েন্দা রিপোর্টে অনুসারে জানা গেছে, জাকির নায়েকের NGO-র জন্য দেওয়া অর্থ ব্যবহার করে তিনি একঝাঁক যুবক-যুবতীকে ভারত বিরোধী আন্দোলনের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন।