জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি নির্দেশ জারি করেছে যেখানে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (498A) ধারার (বৈবাহিক নিষ্ঠুরতা) (Marital Dispute) মামলার ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) ২০২২ সালের নির্দেশিকা আবার চালু করা হয়েছে।
এই নির্দেশিকা অনুযায়ী, FIR বা অভিযোগ দায়ের হওয়ার পর প্রথম দুই মাস কোনও গ্রেফতার বা পুলিসি পদক্ষেপ নেওয়া যাবে না। এই সময়টাকে 'কুলিং-পিরিয়ড' বলা হচ্ছে। এই সময়ে, মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় একটি পারিবারিক কল্যাণ কমিটির (Family Welfare Committee বা FWC) কাছে পাঠানো হবে।
FWC-তে কমপক্ষে তিনজন সদস্য থাকবেন (যেমন মধ্যস্থতাকারী, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা, বা প্রবীণ বিচার বিভাগীয়/প্রশাসনিক কর্মকর্তাদের শিক্ষিত স্ত্রীরা)। তারা দুই মাসের মধ্যে পক্ষগুলো এবং তাদের বয়স্ক আত্মীয়দের ডেকে একটি নিষ্পত্তির চেষ্টা করবেন।
FWC-র বিচার তারপর তদন্তকারী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট পরবর্তী পদক্ষেপের জন্য বিবেচনা করবেন। যদি এটি নিষ্পত্তিজনক মামলা হয়, তাহলে জেলা ও দায়রা জজ, ফৌজদারি মামলা বন্ধ করা সহ পুরো প্রক্রিয়াটি নিষ্পত্তি করতে পারবেন।
এই নতুন নির্দেশিকাটি ২০১৮ সালের সুপ্রিম কোর্টের একটি রায়কে বাতিল করে দিয়েছে, যার কারণে আগের FWC-গুলো অকার্যকর হয়ে গিয়েছিল।
সুপ্রিম কোর্ট এই নির্দেশটি একটি দাম্পত্য বিবাদের ঘটনার সময় দিয়েছে, যেখানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা মামলার কারণে তিনি দীর্ঘ সময় ধরে জেলে ছিলেন। এই নির্দিষ্ট মামলায়, আদালত স্ত্রী এবং তাঁর পরিবারকে একটি সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে, ফৌজদারি মামলাগুলি বাতিল করেছে এবং দম্পতির বিবাহবিচ্ছেদও ঘটানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)