জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মক ড্রিল স্থগিত। আজ বৃহস্পতিবার হচ্ছে না মক ড্রিল। কবে মক ড্রিল হবে, সেই নতুন তারিখ খুব শিগগিরই জানানো হবে। অপারেশন সিঁদুরের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফের মক ড্রিলের ঘোষণা করেছিল কেন্দ্র। অপারেশন সিঁদুরের পর আজই প্রথম আবার মক ড্রিল হত। জম্মু-কাশ্মীর, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানায় এই মক ড্রিল হওয়ার কথা ছিল। তবে স্থানীয় প্রশাসনিক কারণে সেই মক ড্রিল স্থগিত করা হয়েছে। কোনও ব্ল্যাকআউট বা মক ড্রিল আজ পাক সীমান্তবর্তী রাজ্য়গুলিতে হবে না।
মক ড্রিল ও অপারেশন সিঁদুর
উল্লেখ্য, গত ৭ মে দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল হয়েছিল। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ সতর্ক ও সুরক্ষিত কীভাবে থাকবেন, তাই শেখানো হয়েছিল। মক ড্রিলের সময় সাইরেন বাজলে সতর্ক হওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট বন্ধ করে দেওয়া প্রভৃতির মহড়া দেওয়া হয়েছিল। আগেরবার মক ড্রিলের আগের দিন রাতেই, ৬ মে রাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর' করে ভারত। গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গিঘাঁটি। যে অপারেশন সিঁদুরের পর পালটা হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের একাধিক এলাকা, শহর টার্গেট করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার সবই নিষ্ক্রিয় করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। উত্তেজনা বাড়ে সীমান্তে। শেষে ১০ মে দু'দেশই সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
চিকেনস নেকে মোদী!
উল্লেখ্য এদিন আসাম হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে। বিশেষত পশ্চিমবঙ্গে চিকেনস নেকে। যে চিকেনস নেক এখন চর্চার কেন্দ্রে। নেপাল, ভূটান ও বাংলাদেশ ঘেরে এই ২২ কিমি দীর্ঘ শিলিগুড়ি করিডর ভৌগোলিকদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের উত্তর-পূর্বের 'সেভেন সিস্টার্স' রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে এই চিকেনস নেক। মোদী আসবেন আলিপুরদুয়ারে। ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জোড়া সভা করবেন মোদী। এই প্যারেড গ্রাউন্ডের কাছেই হাসিমারায় রয়েছে বায়ুসেনা ছাউনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)