Home> দেশ
Advertisement

Lucknow Businessman suicide case: মেয়েটা ধুঁকছে, ইনসুলিনটাও কিনে দিতে পারব না! ১৫ কোটি দেনার ভার, লাইভে এসে নিজের মাথায় গুলি প্রোমোটারের...

UP Businessman: ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow)। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তাঁর অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডের বন্দুক দিয়েই আত্মহত্যা করেন তিনি।

Lucknow Businessman suicide case: মেয়েটা ধুঁকছে, ইনসুলিনটাও কিনে দিতে পারব না! ১৫ কোটি দেনার ভার, লাইভে এসে নিজের মাথায় গুলি প্রোমোটারের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  নিজের ডায়বেটিক মেয়ের (Diabetic Daughter) ইনসুলিন (Insulin) কেনার টাকাটুকুও আর ছিল না। চারদিক থেকে দেনা মেটানোর চাপ, মাথার ওপর কোটি টাকার ঋণের ভার! আর সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার কিছুক্ষণের মধ্যেই নিজের অফিসে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন তিনি।

ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow)। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তাঁর অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডের বন্দুক দিয়েই আত্মহত্যা করেন তিনি।

ঘটনার বিবরণ: 

লাইভ ভিডিওতে দেখা যায়, অসহায়ভাবে সেলিব্রিটি, শিল্পপতি ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি। বলছেন, 'মেয়ের ইনসুলিন কেনার মতো টাকাও নেই আমার কাছে… আমি আর পারছি না'। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেসবুক লাইভ ভিডিও দেখেই পুলিশকে খবর দেওয়া হয়। ছুটে যান আত্মীয়রাও। কিন্তু ততক্ষণে সব শেষ।

আরও পড়ুন:  Radhika Yadav: সানিয়া হতে চেয়ে লাশ হয়ে গেলেন রাধিকা! বিশ্বতালিকায় ১১৩ নম্বর টেনিস তারকা বাবার গুলিতেই...

ফেসবুক লাইভ: 

তাঁর পরিবারের সদস্যরা, ফেসবুক লাইভ দেখে পুলিসকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তিনি তীব্র আর্থিক চাপের মধ্যে ছিলেন এবং গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকার ঋণ করেছিলেন

পুলিসি তদন্ত: 

পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কয়েক বছরে বিপুল ঋণে জর্জরিত পড়েছিলেন তিনি। একের পর এক প্রকল্পে লোকসান, বাজারে দেনার পরিমাণ পৌঁছেছিল কয়েক কোটি টাকায়। এই মানসিক চাপেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে পুলিস।

আরও পড়ুন:  Haryana Principal murder case: গুরু পূর্ণিমায় গুরুহত্যা! চুল কেটে না আসায় স্কুলে বকুনি! রাগে বারবার কুপিয়ে প্রিন্সিপালকে নিকেশ করল ২ ছাত্র...

এখন প্রশ্ন উঠছে, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র তিনি কীভাবে ব্যবহার করলেন? সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More