Home> দেশ
Advertisement

ঋণখেলাপি কর্পোরেটদের ঋণ মকুবের পরিকল্পনা নেই : জেটলি

জেটলি এদিন কাঠগড়ায় তোলেন ইউপিএ সরকারকেও। অর্থমন্ত্রীর প্রশ্ন, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে কাদের নির্দেশে কিংবা চাপে ওইসমস্ত ঋণ মঞ্জুর করা হয়েছিল তা আগে দেখা হোক, যা এখন নন পারফর্মিং অ্যাসেটে (এনপিএ) পরিণত হয়েছে।

ঋণখেলাপি কর্পোরেটদের ঋণ মকুবের পরিকল্পনা নেই : জেটলি

নিজস্ব প্রতিবেদন: মজবুর ব্যাঙ্ককে মজবুত বানাবে কেন্দ্র। এই লক্ষ্যই সামনে রাখলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, বড় কর্পোরেট সংস্থাগুলির ঋণ মকুবের কোনও পরিকল্পনাই নেই সরকারের।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আর শোধ করেননি, এমন ঋণখেলাপি পুঁজিপতিদের থেকে টাকা ফেরাতেও উদ্যোগী কেন্দ্র এবং সেই অঙ্ক কম করে পৌনে দু লক্ষ কোটি টাকা। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জেটলি।

এই প্রসঙ্গে নাম না করেই জেটলি এদিন কাঠগড়ায় তোলেন ইউপিএ সরকারকেও। অর্থমন্ত্রীর প্রশ্ন, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে কাদের নির্দেশে কিংবা চাপে ওইসমস্ত ঋণ মঞ্জুর করা হয়েছিল তা আগে দেখা হোক, যা এখন নন পারফর্মিং অ্যাসেটে (এনপিএ) পরিণত হয়েছে।

Read More