Home> দেশ
Advertisement

India Pakistan Ceasefire: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও কেরামতি ছিল না, সাংসদদের স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

India Pakistan Ceasefire: মিশ্রি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন। সেটি হল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ কনভেনশনাল ওয়ারফেয়ারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখানে কোনও পরমাণু যুদ্ধের হুমকি ছিল না

India Pakistan Ceasefire: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও কেরামতি ছিল না, সাংসদদের স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন সংঘর্ষবিরতি হয়ে যায় ভারত ও পাকিস্তানের মধ্যে। এর কৃতিত্ব নিতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, তিনিই সব করেছেন। রাতভর আলোচনার পর সংঘর্ষবিরতি হয়ছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে। এনিয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছিল ভারত আমেরিকার চাপের কাছে কি মাথা নত করল? বিরোধীদের সেই গুঞ্জন থামিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

সোমবার সংসদীয় কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি বলেন, ভারত পাকিস্তান সংঘর্ষবিরতির পেছনে আমেরিকার কোনও ভূমিকা ছিল না। সংঘর্ষবিরতি হয়েছে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে।

সূত্রের খবর, সংসদীয় কমিটির এক সদস্য প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে ৭ বার দাবি করেছেন তিনি সংঘর্ষবিরতি করিয়েছেন। ভারত কেন এনিয়ে নীরব? অন্য এক সদস্য প্রশ্ন করেন, কেন ডোনাল্ড ট্রাম্পকে  ওই দাবি করতে দিল কেন্দ্র?

ওইসব প্রশ্নের জাবাবে বিদেশসচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মধ্যে কোনও তৃতীয়পক্ষের ভূমিকা ছিল না। সংঘর্ষবিরতির মধ্যে আমেরিকার কোনও ভূমিকা ছিল না। দুদেশের ডিজিএমও কথা বলে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এদিন মিশ্রি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন। সেটি হল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ কনভেনশনাল ওয়ারফেয়ারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখানে কোনও পরমাণু যুদ্ধের হুমকি ছিল না।

আরও পড়ুন-'ব্রাত্য' ভারত, 'বন্ধু' পাকিস্তান! ইউনূসের বাংলাদেশে সিন্ধুপারের নাগরিকরা স্বাগত...

আরও পড়ুন-পাক বন্ধু তুর্কিয়ের সঙ্গে মাখামাখি ইন্ডিগোর! পদক্ষেপ না করলে লাইসেন্স বাতিল? আপনি বিপদে...

সংসদীয় কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন যে পাকিস্তান চিনে তৈরি যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করেছে। এনিয়ে বিক্রম মিশ্রি বলেন, ওরা কী ব্যবহার করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হল আমরা ওদের এয়ার বেসে কড়া আঘাত করতে পেরেছি।

অপারেশন সিঁদুরের কথা ভারত কি আগেই পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল? এরকম একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। এনিয়ে কমিটির সদস্যরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্য তুলে ধরেন। এনিয়ে বিক্রম মিশ্রি বলেন, জয়শঙ্করের কথার ভুল ব্যাখ্যা করা উচিত নয়। উনি বলেছিলেন, দিল্লি ইসলামাবাদকে অপারেশন সিঁদুরের প্রথম দফার পর বলে, একমাত্র পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলির উপরেই আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, এদিন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা, দীপেন্দ্র হুড়া, এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি, বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি ও অরূণ গোভিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More