Home> দেশ
Advertisement

শুক্রবার মাঝরাতপর্যন্ত হাইওয়েতে কোনও টোল ট্যাক্স লাগবে না

শুক্রবার মাঝরাতপর্যন্ত হাইওয়েতে কোনও টোল ট্যাক্স লাগবে না। টোল প্লাজা গুলিতে দীর্ঘ লাইন পড়ায় সিদ্ধান্ত নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি।

শুক্রবার মাঝরাতপর্যন্ত হাইওয়েতে কোনও টোল ট্যাক্স লাগবে না

ওয়েব ডেস্ক: শুক্রবার মাঝরাতপর্যন্ত হাইওয়েতে কোনও টোল ট্যাক্স লাগবে না। টোল প্লাজা গুলিতে দীর্ঘ লাইন পড়ায় সিদ্ধান্ত নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি।

আজ সকাল থেকেই নোটের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে টোল প্লাজাগুলি। গাড়ির দীর্ঘ লাইন পড়ে প্লাজায়। নাজেহাল হয়ে পড়েন টোল প্লাজা কর্মীরা। টাকা লেনদেন নিয়ে গাড়িচালক ও কর্মীদের মধ্যে দফায় দফায় বচসা বাধে। খবর পৌছয় ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে। এরপরেই সিদ্ধান্ত হয়, শুক্রবার মাঝরাতপর্যন্ত হাইওয়েতে কোনও টোল ট্যাক্স লাগবে না। প্রসঙ্গত, গতকাল রাতেই স্বয়ং প্রধানমন্ত্রী নিজে মুখে পাঁচশো ও এক হাজার টাকার নোট যে আর চলবে না তা জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন বাজারে আসবে নতুন মডেলের পাঁচশো টাকা এবং একেবারে নতুন দু'হাজারের নোট।

আরও পড়ুন- এই বলিউড অভিনেতা দাবি করলেন যে তাঁর জন্যই ২০০০ টাকার নোটটি ডিজাইন করা হয়েছে!

Read More