Home> দেশ
Advertisement

Operation Sindoor: শুধু S 400 নয়, ভারতের আরও ৬ ভয়ানক অস্ত্রে শয়তান কেঁপেছে ! সেরে নিন বিশদে পরিচয়পর্ব

Operation Sindoor Indian Deadly 7 Weapons: শুধু সুদর্শন চক্র'ই নয়, ভারতের আরও হাফ ডজন অস্ত্র পাকিস্তানকে কাঁদিয়ে দিয়েছিল। সেরে নিন পরিচয়পর্ব

Operation Sindoor: শুধু S 400 নয়, ভারতের আরও ৬ ভয়ানক অস্ত্রে শয়তান কেঁপেছে ! সেরে নিন বিশদে পরিচয়পর্ব

Operation Sindoor: অপারেশন সিঁদুর সারা বিশ্বকে দেখিয়েছে ভারতীয় সেনার কী ক্ষমতা। পাকিস্তানের ঘরে ঢুকে তাদের ভয়ংকর খেলা দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতের পশ্চিমাঞ্চলীয় সেক্টরে বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে শয়তানের বেপরোয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী আকাশপথেই উত্তর দিয়েছিল। এই প্রতিবেদনে রইল দেশের সেই ৭ ভয়ংকর অস্ত্রের কথা, যারা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

'আকাশ' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
আকাশ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি মাঝারি পাল্লার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস-টু-এয়ার) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
মোবাইল, সেমি মোবাইল এবং স্থির হুমকির বিরুদ্ধেও প্রতিরক্ষা প্রদান করতে পারে।
আকাশের এক দেশ থেকে ভিন্ন দেশে যাওয়ার অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে।
রিয়াল টাইম মাল্টি সেন্সর ডেটার মাধ্যমে হুমকি মূল্যায়ন হয়ে যায় সহজ। যে কোনও দিক থেকে আসা একাধিক টার্গেটও সে বুঝে যায়।
আকাশ সিস্টেম গ্রুপ এবং স্বায়ত্তশাসিত মোডে পরিচালিত হতে পারে।
আকাশ কমান্ড নির্দেশি ব্যবহার করে। ক্ষেপণাস্ত্রটিকে বাধা না দেওয়া পর্যন্ত রাডারের নির্দেশিকার উপরেই নির্ভর করে।

আরও পড়ুন: ৯ বিমানবন্দরের নিরাপত্তা সেলেবির হাতে! কেন্দ্রের পদক্ষেপে ভারতে তুর্কিয়ের খেল খতম...

আকাশ-তীর
আকাশতীর কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারতেই তৈরি
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও), ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) যৌথভাবে ডিজাইন করেছে আকাশতীরকে।
অপারেশন সিঁদুরে আকাশতীর সমস্ত পাকিস্তানি বিমানবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, অন্যান্য মাইক্রো আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি) এবং অন্যান্য বিমানবাহী যুদ্ধাস্ত্রকে থামিয়ে দিয়েছিল
আকাশতীরই সেগুলিকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে।

আরও পড়ুন: দেশ ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে, ৪০ বছর তেরঙার সেবায়, জানুন বায়ুসেনা প্রধানের ১১ তথ্য

এল ৭০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক
এল ৭০ একটি ৪০ মিমি রাডার-নির্দেশিত বিমান-বিধ্বংসী বন্দুক। ডিজিটাল টার্গেটিং এবং ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে যার আধুনিকীকরণ করা হয়েছে।
এল ৭০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক মূলত সুইডিশ বংশোদ্ভূত
ড্রোন এবং হেলিকপ্টারের মতো আকাশের নীচে ওড়া হুমকি মোকাবিলা করার জন্য এল ৭০ অপ্টিমাইজড। জম্মু ও কাশ্মীরের সংবেদনশীল সেক্টরে মোতায়েন করা হয়েছিল এল ৭০।
এল ৭০ রাতের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ব্ল্যাকআউটের সময় শহরাঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকারী পাকিস্তানি কোয়াডকপ্টারকে মাটিতে নামিয়েছিল।

স্ক্যাল্প- হ্যামার-সহ রাফায়েল
অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে রাফাল জেটের আন্তঃকার্যক্ষমতা দুরন্ত। তা নিশ্চিত করে Mil-Std-1760 স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমে। HAMMER (অত্যন্ত দ্রুত এবং কৌশলগত যুদ্ধাস্ত্র সম্প্রসারিত পরিসরের জন্য ব্যবহৃত) মডুলার, রকেট-বুস্টেড এয়ার-টু-গ্রাউন্ড প্রিসিশন গাইডেড অস্ত্র সিরিজ এখন ২৫০ এবং ১০০ কেজি ভেরিয়েন্টে পাওয়া যায়। INS/GPS, INS/GPS/IIR (ইমেজিং ইনফ্রা-রেড) অথবা INS/GPS/ লেজার নির্দেশিকা কিট এবং পিছনে একটি অগমেন্টেশন কিট রয়েছে। রাফাল নেক্সট জেন প্রযুক্তিতে তৈরি বলে আকাশ থেকে আকাশ মাইকা, দূরপাল্লার আকাশ থেকে আকাশ মেটিওর, দূরপাল্লার স্কাল্প, যুদ্ধজাহাজ বিধ্বংসী এএম ৩৯ এক্সোসেট-এর মতো ক্ষেপণাস্ত্র বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে রাফাল। স্কাল্প ক্ষেপণাস্ত্র স্থির লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। আর মাইকা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রায় ১০০ কিলোমিটার দূরের অদৄশ্য বস্তুতেও হামলা চালানো যায়।  অভিযানে সশস্ত্র বাহিনীর হাতিয়ার ছিল SCALP ক্রুজ মিসাইল, HAMMER নির্ভুল বোমা এবং লুইটারিং মিউনিশন।

ব্রহ্মোস-এ সহ সুখোই-৩০ এমকেআই 
ভারতের সুখোই-৩০ এমকেআই জেট, একটি ডুয়াল-ইঞ্জিন এয়ার সুপিরিওরিটি ফাইটার, ব্রহ্মোস-এ বহন করার জন্য তৈরি করা হয়েছে - বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আকাশ থেকে নিক্ষেপযোগ্য রূপ। এই বিমানগুলি রাডার ইনস্টলেশন, ফরোয়ার্ড এয়ারবেস এবং লজিস্টিক নোড সহ কৌশলগত সম্পদ লক্ষ্য করে উচ্চ-প্রভাব আন্তঃসীমান্ত আক্রমণ পরিচালনা করেছে।এই আক্রমণগুলি শত্রুর অভিযান এবং সরবরাহকে ধ্বংস করে দেয়।

HAROP ড্রোন
ইজরায়েলি উৎপত্তি HAROP, একটি লোইটারিং গোলাবারুদ বা কামিকাজে ড্রোন, নির্ভুল SEAD (শত্রু বিমান প্রতিরক্ষা দমন) মিশনের জন্য তৈরি।
HAROP রাডার নির্গমন বা চাক্ষুষ লক্ষ্যবস্তুতে স্বায়ত্তশাসিতভাবে হোমিং করতে সক্ষম। শত্রু রাডার সিস্টেম এবং যোগাযোগ নোডগুলিকে নির্মূল করার জন্য HAROP ড্রোনগুলি মোতায়েন করা হয়েছিল, যা তাদের পরিস্থিতিগত সচেতনতা এবং কমান্ড ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছিল।

আরও পড়ুন:  গগনভেদী গর্জন করেছে 'সুদর্শন চক্র', এবার ভয়ংকর ক্ষেপণাস্ত্রের ত্রিফলা! DRDO একাই ১০০

এস-৪০০ আকাশ প্রতিরক্ষা সিস্টেম
ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ডাকনাম 'সুদর্শন চক্র'। ৭-৮ মে রাতে মাঝ আকাশে, পাকিস্তানের সব মিসাইল ও ড্রোন গুঁড়িয়ে দিয়েছে। ভারতের মাটিতে আঁচও পড়েনি। অপারেশন সিঁদুরেই অভিষেক করল এস-৪০০।এস-৪০০-রাশিয়ার তৈরি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা অত্যাধুনিক রাডার ব্যবহার করে আকাশে হুমকি সনাক্ত এবং ট্র্যাক করে, তারপর তা ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি একটি বহু-স্তরযুক্ত ব্যবস্থা যার বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান এবং ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত লক্ষ্যবস্তুকে কভার করে। বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি- এস ৪০০, রাশিয়ার আলমাজ-আন্তে কর্পোরেশনের তৈরি এবং ভারতের কৌশলগত বিমান প্রতিরক্ষা কমান্ডের অংশভুক্ত। বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং এমনকী ব্যালিস্টিক মিলাইল সহ বিস্তৃত আকাশ পথের হুমকি সনাক্তকরণ করে। তা ট্র্যাক করে অবলালীয় ধ্বংস করে। এমন ভাবেই এস ৪০০-র ডিজাইন করা হয়েছে। এই ব্যবস্থা বিভিন্ন পরিসর এবং উচ্চতায় লক্ষ্যবস্তুগুলিকে গুঁড়িয়ে দিতে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষায় বহুমুখী কাজ করতে পারে।  এস-৪০০ অনায়াসে ০-৩০ কিলোমিটার উচ্চতায় আকাশ পথের আক্রমণকে টার্গেটে পরিণত করতে পারে। স্টিলথ বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও উড়িয়ে দিতে পারে। প্রতি সেকেন্ডে ৪.৮ কিলোমিটার বেগে চলমান লক্ষ্যবস্তুগুলিকে বাধা দিয়ে অকেজো করে দিতে পারে।সিস্টেমটি মোবাইল লঞ্চারে মাউন্ট করা হয়েছে, যা দ্রুত স্থাপন এবং পুনঃস্থাপন করে, যার ফলে প্রতিপক্ষের জন্য সনাক্তকরণ এবং লক্ষ্যবস্তু করা কঠিন করে তোলে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More