জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের হাড়হিম গণধর্ষণ! নাবালিকাকে অপহরণ করে জঙ্গলের মধ্যে গণধর্ষণ! ৩ জন বর্বর মিলে গণধর্ষণ নাবালিকাকে! পিশাচদের খপ্পর থেকে কোনওরকমে পালাতে সক্ষম হওয়ার পর ফের যৌন নিগ্রহের শিকার! এবার যৌন নিগ্রহ করে এক ট্রাক চালক! এক সন্ধ্যা-রাতের মধ্যে একের পর এক যৌন নির্যাতন ও নিগ্রহের শিকার নাবালিকা। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে ওড়িশায়।
ওড়িশার মালকানগিরি জঙ্গলে প্রথমে ওই নাবালিকাকে অপহরণ করে এনে গণধর্ষণ করে ৩ ব্যক্তি। সেখান থেকে পালাতে, তারপর তাকে ফের যৌন হেনস্থা করে এক ট্রাক চালক। ট্রাক চালক সহ অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিস। বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা। যখন তাকে অপহরণ করা হয়। তারপর চলে নারকীয় নির্যাতন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে ৩ অভিযুক্ত তাকে অপহরণ করে। তারপর মালকানগিরি শহর থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে মালকানগিরি জঙ্গলে নিয়ে যায় ওই নাবালিকাকে। সেখানে তাকে গণধর্ষণ করে। একজনের পর একজন করে নিজেদের লালসা মেটায় ওই নাবালিকার উপর। কোনওরকমে তারপর সেখান থেকে পালায় ওই নাবালিকা। কিন্তু পালিয়েও আরেক পিশাচের খপ্পরে পড়ে সে। এবার এক ট্রাক চালক। সেও তাকে যৌন নিগ্রহ করে।
শেষে ভাগ্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক পরিস্থিতিতে ট্রাক চালকের সঙ্গে ওই নাবালিকাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা হস্তক্ষেপ করে ওই নাবালিকাকে উদ্ধার করেন। যার ফলে তার দুর্দশার অবসান ঘটে। এরপরই পুলিসে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মালকানগিরি পুলিস। তদন্তে নেমে ট্রাক চালক সহ চার অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)