Home> দেশ
Advertisement

সরকারি কর্মকর্তাদের জন্য স্পেশাল রেটে পরিষেবা ওলা-উবেরের

ক্যাব এগ্রিগেটরস ওলা, উবের সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা সরকারি দফতরের জন্য নতুন এবং স্পেশাল রেটে পরিষেবা দেবে। ওলা, উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতি মাসে একটি ট্যাক্সি থেকে এর মাধ্যমে সরকার অনেক টাকা বাঁচাতে পারবে। সরকারি দফতরগুলি যদি মাসিক হিসেবে ওলা উবেরের সঙ্গে চুক্তি করে তাহলে মাসের শেষে তাদের অনেক টাকা বেঁচে যাবে।

সরকারি কর্মকর্তাদের জন্য স্পেশাল রেটে পরিষেবা ওলা-উবেরের

ওয়েব ডেস্ক: ক্যাব এগ্রিগেটরস ওলা, উবের সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা সরকারি দফতরের জন্য নতুন এবং স্পেশাল রেটে পরিষেবা দেবে। ওলা, উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতি মাসে একটি ট্যাক্সি থেকে এর মাধ্যমে সরকার অনেক টাকা বাঁচাতে পারবে। সরকারি দফতরগুলি যদি মাসিক হিসেবে ওলা উবেরের সঙ্গে চুক্তি করে তাহলে মাসের শেষে তাদের অনেক টাকা বেঁচে যাবে।

সরকারি দফতরগুলিতে ট্যাক্সি পরিষেবার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেকদিনই কর্মীদের ট্যাক্সির প্রয়োজন হয়। যদি তারা এই ট্যাক্সি পরিষেবা হিসেবে ওলা, উবেরকে ব্যবহার করে, তাহলে তা আর্থিক দিক থেকেও অনেকটা লাভজনক হবে। এরই সঙ্গে কর্মীরা ভালো পরিষেবাও পাবেন।

সরকারি কর্মীদের বিশেষ পরিষেবার জন্য উবের তাঁদের জন্য আলাদা মোবাইল অ্যাপ নিয়ে এসেছে।

Read More