Home> দেশ
Advertisement

সন্তানকে বাঁচাতে মা পারে এমন করতে!(ভাইরাল ভিডিও)

মাতৃস্নেহ যে শুধু মানুষের মধ্যেই দখা যায় তাই নয়। পৃথিবীতে প্রতিটি প্রাণীকূলেরই একই রমকভাবে সন্তানের প্রতি স্নেহ দেখা যায়। আর দেখা যায় বলেই নিজের সন্তান বিপদে পড়েলেই ঝাঁপিয়ে পড়ে মা।

সন্তানকে বাঁচাতে মা পারে এমন করতে!(ভাইরাল ভিডিও)

ওয়েব ডেস্ক : মাতৃস্নেহ যে শুধু মানুষের মধ্যেই দখা যায় তাই নয়। পৃথিবীতে প্রতিটি প্রাণীকূলেরই একই রমকভাবে সন্তানের প্রতি স্নেহ দেখা যায়। আর দেখা যায় বলেই নিজের সন্তান বিপদে পড়েলেই ঝাঁপিয়ে পড়ে মা।

এই যেমন দিনকয়েক আগের ঘটনা। সাপের মুখ থেকে নিজের সন্তানকে বাঁচাতে ঝাপিয়ে পড়তে দেখা গেল এক মা ইঁদুরকে। আর সেই গোটা ঘটনার ভিডিওটি তুলেছেন এক পথচারী। পোস্টও করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আর এরপর থেকেই তা ভাইরাল।

আরও পড়ুন-থানায় এ কী করছে যুবতী!(ভাইরাল ভিডিও)

ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি একটি ইঁদুরছানাকে মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিমেসের মধ্যে পুরো ঘটনাটা বুঝেই নিজের সন্তানকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে মা ইঁদুর। কামড়াতে থাকে সাপটির ল্যাজে। অবশেষে বাধ্য হয়েই ইঁদুরছানাটিকে ছেড়ে পালায় সাপটি। রক্ষা পায় সন্তান।

 

Read More