Home> দেশ
Advertisement

Mumbai Shocking Accident: জানালার পাশে জুতোর তাকে ৪ বছরের মেয়েকে বসিয়ে কাজে, ১৩ তলা থেকে সোজা রাস্তায়... মারাত্মক...

Mumbai Horror: জুতোর আলমারির পিছনের জানলা খোলা ছিল। তাতে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে শিশুটি নীচে পড়ে যায়।

Mumbai Shocking Accident: জানালার পাশে জুতোর তাকে ৪ বছরের মেয়েকে বসিয়ে কাজে, ১৩ তলা থেকে সোজা রাস্তায়... মারাত্মক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুষ্টুমি করছিল বলে চার বছরের কন্যাকে জুতোর আলমারির উপরে বসিয়ে দিয়েছিলেন মা। পিছনেই ছিল জানলা। সেই জানলায় বসতে গিয়ে ১৩ তলা থেকে পড়ে গেল অন্বিকা প্রজাপতি নামে ওই শিশু। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মুম্বইয়ের নাইগাঁওয়ের ঘটনা।

আবাসনের করিডোরের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করেনি)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ অন্বিকাকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট থেকে বার হন মা। ফুটেজে দেখা গিয়েছে, ফ্ল্যাটের দরজায় তালা দিচ্ছেন মা।

 

সে সময় বাড়ির বড়দের চটিতে পা গলাচ্ছিল খুদে। এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তখন তার মা তাকে জুতোর আলমারির উপর বসিয়ে দেন। তিনি নিজে আলমারি থেকে জুতো বার করছিলেন। সে সময় শিশুটি জুতোর আলমারির মাথায় দাঁড়িয়ে পিছনের জানলায় বসার চেষ্টা করে।

জুতোর আলমারির পিছনের জানলা খোলা ছিল। তাতে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে শিশুটি নীচে পড়ে যায়। তার মা চিৎকার করতে শুরু করেন। লোকজন ছুটে আবাসনের নীচে পৌঁছে যান। শিশুটিকে ভাসাই পশ্চিমের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন: Contexual Sex age reduce: 'বাচ্চারা এখন লুকিয়ে সেক্স করছে, সঙ্গমের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক!' সুপ্রিম কোর্টে সওয়ালের ঝড়...

আরও পড়ুন: South Africa Billionaire CEO death by Elephant: কোটিপতি CEO-কে আফ্রিকার ক্যাম্পে পিষে মেরে দিল শখে পোষা হাতিই...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More