Home> দেশ
Advertisement

প্রধানমন্ত্রী ছেলের জন্মদিনে মায়ের উপহার পাঁচ হাজার টাকা

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন। জন্মদিনে মা-র সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার বাড়াবাড়ি ছাড়াই আজ গান্ধীনগরে মা-র কাছে যান তিনি। জন্মদিনে লাড্ডু খাইয়ে ছেলের হাতে পাঁচ হাজার এক টাকা দেন প্রধানমন্ত্রীর মা হীরা বেন। কাশ্মীরের বন্যাত্রাণে সেই টাকা পাঠিয়ে দিচ্ছেন মোদী।

প্রধানমন্ত্রী ছেলের জন্মদিনে মায়ের উপহার পাঁচ হাজার টাকা

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন। জন্মদিনে মা-র সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার বাড়াবাড়ি ছাড়াই আজ গান্ধীনগরে মা-র কাছে যান তিনি। জন্মদিনে লাড্ডু খাইয়ে ছেলের হাতে পাঁচ হাজার এক টাকা দেন প্রধানমন্ত্রীর মা হীরা বেন। কাশ্মীরের বন্যাত্রাণে সেই টাকা পাঠিয়ে দিচ্ছেন মোদী।

৬৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপরাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তা এসেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছ থেকেও। সন্ধেয় সবরমতীর তিরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মাটি থেকেই তাঁর ভারত সফর শুরু করছেন চিনের প্রেসিডেন্ট। 

Read More