জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবারও বিস্ফোরক তসলিমা নাসরিন। ধর্মে ধর্মে বিভেদ, হানাহানি, ধর্মান্ধতা, উগ্র জাতীয়তাবাদ, যখনই মাথা চাড়া দিয়েছে, লেখিকা-কবি তসলিমা নাসরিনের কলম বারবার গর্জে উঠেছে। এর আগেও তিনি বহুবার, কলম ধরেছেন উগ্র ধর্মান্ধতা নিয়ে। বাংলাদেশের বহু ঘটনার বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়েছেন। তিনি নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্যই পরিচিত। তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন।
আরও পড়ুন- ফেরার কথা ছিল বৃহস্পতিতে, মঙ্গলেই জঙ্গি-হানা ছিনিয়ে নিল বিতানকে...
এবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারনে জঙ্গি হামলার বিরুদ্ধে তিনি সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন-
তিনি আরও লিখেছেন-
উল্লেখ্য মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারনে জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। ৪০ বছর বয়সী বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় কর্মরত। দেশে ফিরে স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটলো এত বড় একটি দুর্ঘটনা। পর্যটকদের ভিড়ে মিশে থাকা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১২ জন। ২৬ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে কমপক্ষে ১০ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাক পরে এসে বেছে বেছে গুলি চালায়। যে কাশ্মীরে এত নিরাপত্তার বাড়াবাড়ি বলে শোনা যায় সেখানে কী ভাবে এমন হামলা চালানো সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে পাকিস্তানের কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার পেছনে রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় হল পর্যটকদের নাম জিজ্ঞাসা করে, তাদের ধর্ম পরিচয় যাচাই করে গুলি করা হয়েছে। এমনটাই বলছেন এক মহিলা পর্যটক। জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে মেরেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)