ওয়েব ডেস্ক: ইন্টারনেট কিংবা সোশ্যাল সাইট সর্বত্র ভাইরাল 'সোনু' গান। প্রথমটা ছড়িয়েছিল আর জে মালেস্কা যখন বোম্বে মিউসিপ্যাল কর্পোরেশনকে কটাক্ষ করতে 'সোনু' গানটি বেছে নেন। এরপর মালেস্কাকে সমর্থন করতে বহু কমেডিয়ান-ই এই গানের সাহায্যে BMC-র সমালোচনায় মুখর হন। এরপরই ইন্টারনেটে ভাইরাল হয় 'সোনু' গানের বিভিন্ন ভার্সান
তবে সম্প্রতি 'সোনু' গানটি ইন্টারনেটে নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ধর্ষক 'বাবা' রাম রহিম-এর সমালোচনার অস্ত্র হিসাবে 'সোনু' গানটির প্যারোডি বানিয়েছেন। পঞ্জাব, হরিয়ানার বহু বসিন্দা গানটিকে শেয়ার করেছেন।
ধর্ষক 'বাবা' রামরহিমের বিভিন্ন কুকীর্তিকেই গানটির মাধ্যমে কটাক্ষ করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। নিজেই শুনুন সেই রাম রহিমের 'সোনু' গানের প্যারোডি...
Updated: Sep 15, 2017, 03:52 PM IST
ওয়েব ডেস্ক: ইন্টারনেট কিংবা সোশ্যাল সাইট সর্বত্র ভাইরাল 'সোনু' গান। প্রথমটা ছড়িয়েছিল আর জে মালেস্কা যখন বোম্বে মিউসিপ্যাল কর্পোরেশনকে কটাক্ষ করতে 'সোনু' গানটি বেছে নেন। এরপর মালেস্কাকে সমর্থন করতে বহু কমেডিয়ান-ই এই গানের সাহায্যে BMC-র সমালোচনায় মুখর হন। এরপরই ইন্টারনেটে ভাইরাল হয় 'সোনু' গানের বিভিন্ন ভার্সান
তবে সম্প্রতি 'সোনু' গানটি ইন্টারনেটে নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ধর্ষক 'বাবা' রাম রহিম-এর সমালোচনার অস্ত্র হিসাবে 'সোনু' গানটির প্যারোডি বানিয়েছেন। পঞ্জাব, হরিয়ানার বহু বসিন্দা গানটিকে শেয়ার করেছেন।
ধর্ষক 'বাবা' রামরহিমের বিভিন্ন কুকীর্তিকেই গানটির মাধ্যমে কটাক্ষ করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। নিজেই শুনুন সেই রাম রহিমের 'সোনু' গানের প্যারোডি...