Home> দেশ
Advertisement

আইএসআই চর সন্দেহে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব্যক্তি

আইএসআই চর সন্দেহে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব্যক্তি। পুলিসের অভিযোগ ধৃত রনবিজয় সিং,ছোটও দুষ্কর্মের আড়ালে আদতে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করত। সোমবার সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কির নিউ মার্কেট এলাকা থেকে রণবিজয় সিংকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে, পাঁচটি জিএসএম গেটওয়ে মেশিন। নেপালের একশ পঞ্চান্নটি সিম কার্ড, ভারতের পঁয়ত্রিশটি সিম কার্ড। চারটি ল্যাপটপ, প্রচুর এটিএম কার্ড। তিনটি ভোটার কার্ড। গত ছয় মাস ধরে পানিট্যাঙ্কিতে ডেরা বাধে রণবিজয়। এর আগে কাতার ও ওমানে ছিল। ধৃত কে জেরা শুরু করেছে পুলিস।

আইএসআই চর সন্দেহে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব্যক্তি

ওয়েব ডেস্ক: আইএসআই চর সন্দেহে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব্যক্তি। পুলিসের অভিযোগ ধৃত রনবিজয় সিং,ছোটও দুষ্কর্মের আড়ালে আদতে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করত। সোমবার সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কির নিউ মার্কেট এলাকা থেকে রণবিজয় সিংকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে, পাঁচটি জিএসএম গেটওয়ে মেশিন। নেপালের একশ পঞ্চান্নটি সিম কার্ড, ভারতের পঁয়ত্রিশটি সিম কার্ড। চারটি ল্যাপটপ, প্রচুর এটিএম কার্ড। তিনটি ভোটার কার্ড। গত ছয় মাস ধরে পানিট্যাঙ্কিতে ডেরা বাধে রণবিজয়। এর আগে কাতার ও ওমানে ছিল। ধৃত কে জেরা শুরু করেছে পুলিস।

Read More