Home> দেশ
Advertisement

Indian Citizenship Proof: আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

Indian Citizenship Proof: কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ, মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে

Indian Citizenship Proof: আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার নাগরিকত্বের প্রমাণ নয়। জানিয়ে দিয়েছে কেন্দ্র। আপনার রেশনকার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটের আইডিও আছে। তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের মনে বড় প্রশ্ন। 

কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত ২৪ জুন জানিয়ে দিয়েছে দেশজুড়ে হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR)। এনিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, কেরালা, তামিলনাডু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। 

কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ, মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে। এটা বিহারের চিত্র। এরকম অবস্থা অন্য়ান্য রাজ্যেও হতে পারে। এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এরকম এক পরিস্থিতিতে দেশের বহু মানুষের ধারনা হল, আধারই বোধহয় নাগরিকত্বের নথি। কিন্তু তেমনটা একেবারেই নয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মোটেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এটা একটি পরিচয়পত্র ও ঠিকানার নথি। গত ১০ জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার, ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে বিচার করা হোক।

আরও পড়ুন-হাতে আর মাত্র ৫ দিন, ইয়েমেন মৃ*ত্যু*দ*ণ্ডপ্রাপ্ত কেরালার নার্সকে বাঁচাতে কেন্দ্রের হাতে এখন একটাই অস্ত্র?

আরও পড়ুন-দিল্লি থেকে কলকাতা মাত্র আড়াই ঘণ্টায়, বিমানকেও পেছনে ফলে দেবে 'সুপারসনিক' এই ট্রেন...

এদিকে, UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের নথি নয়। এটি ঠিকানা ও পরিচয়পত্র। নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে ৪টি নথি থাকতে হবে। সেগুলি হল-

বার্থ সার্টিফিকেট: জন্ম সার্টিফিকেট হল নাগরিকত্ব প্রমাণের নথি। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু নিয়ম।

পাসপোর্ট: পাসপোর্ট প্রমাণ করে আপনি ভারতের নাগরিক। 

ন্যাশনালিটি সার্টিফিকেট: এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার। তবে তা বিশেষ ক্ষেত্রে। তবে কোনও কোনও ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও।

নিউট্রালাইজেশন সার্টিফিকেট: কারও কাছে যদি নিউট্রালাইজেন সার্টিফিকেট থাকে তাহলে তিনি ভারতের নাগরিক। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More