Home> দেশ
Advertisement

Operation Mir Jafar: ডাক্তারির আড়ালেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! স্ত্রীর দাবি, '১০ বছর দাম্পত্যে...'

Haryana doctor spying for Pakistan:  গ্রামে একটি হাতুড়ে ডাক্তারখানা চালান। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের দুই কর্মচারীকে হোয়াটসঅ্যাপে ভারতীয় সামরিক কার্যকলাপ সম্পর্কিত গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ।

Operation Mir Jafar: ডাক্তারির আড়ালেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! স্ত্রীর দাবি, '১০ বছর দাম্পত্যে...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউটিউবার জ্যোতি মালহোত্রা-ই শেষ নন, নিরাপত্তা বাহিনী 'অপারেশন মীরজাফর' শুরু করতেই একের পর এক সন্দেহভাজন 'পাকচর' সামনে আসছে! এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার নুহ জেলার তাওয়াদু ব্লকের কাংগারকা গ্রামের মহম্মদ তারিফকে গ্রেফতার করেছে। যে সামনে 'ডাক্তার', কিন্তু আসলে পাকিস্তানি গুপ্তচর! এমনটাই মনে করছে পুলিস।

'অপারেশন মীরজাফর'

গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার রাজাকা গ্রাম থেকে আরমানকে গ্রেফতারের ২ দিন পরই মহম্মদ তারিফকে গ্রেফতার করা হয়। তারিফের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত দুই কর্মচারী পাকিস্তানি নাগরিক আসিফ বালুচ এবং জাফরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় সামরিক কার্যকলাপ সম্পর্কিত গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা দায়ের হয়েছে। 'অপারেশন মীরজাফর'-এর মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য গুপ্তচরবৃত্তি করা এহেন সন্দেহভাজন ব্যক্তিদেরই গ্রেফতার করা হচ্ছে। 

পরিবার ও স্ত্রীর দাবি

যদিও তারিফের পরিবারের স্পষ্ট দাবি, মহম্মদ তারিফ এমন অপরাধ করতে পারেন না। তিনি গ্রামে একটি হাতুড়ে ডাক্তারখানা চালান। তিনি যদি সত্যিই একজন গুপ্তচর হতেন ও পাকিস্তান থেকে টাকা পেতেন, তাহলে তাঁর বিলাসবহুল বাড়ি এবং গাড়ি থাকত। তারিফের স্ত্রী আফসানা দাবি করেছেন যে, তাঁর পরিবারের অনেক সদস্-ইয পাকিস্তানে গিয়েছেন। কিন্তু তাঁর স্বামী মহম্মদ তারিফ কখনও একা পাকিস্তানে যাননি। এমনকি তাঁদের ১০ বছরের দাম্পত্যে তিনি কখনও এমন কোনও আচরণ দেখেননি যা দেখে তারিফকে তাঁর 'পাকচর' বলে মনে হয়। তাই তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

যদিও অভিযোগ, গ্রেফতারের ঠিক আগেই সামনে পুলিসের দল দেখে তারিফ তাঁর মোবাইলের কিছু চ্যাট মুছে ফেলার চেষ্টাও করেছিলেন। তদন্তে জানা গিয়েছে যে, তাঁর মোবাইলে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর ছিল। যার কিছু ডেটা মুছে ফেলা হয়েছে। গ্রেফতারের পর পুলিস মহম্মদ তারিফকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে।

আরও পড়ুন, Jyoti Malhotra: ভারতীয় হিন্দু থেকে দেশভাগ! 'গোপন' ডায়েরিতে পাকিস্তান নিয়ে 'ISI-চর' জ্যোতি লিখেছেন...

আরও পড়ুন, Pak Army official threatens India: "তোমাদের শ্বাসরোধ করে দেব..." হাফিজ সইদ-সেনাকর্তার এক সুর! ভারতে রাসায়নিক হামলার ছক পাকিস্তানের?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More