Home> দেশ
Advertisement

India Pakistan War: 'অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি', তবে কি ফের...

India Pakistan War: গতকাল সন্ধে ছটা নাগাদ সংঘর্ষবিরতির বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরই রাত নটা নাগাদ নতুন জল্পনা তৈরি হয়ে যায়

India Pakistan War: 'অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি', তবে কি ফের...

Operation Sindoor: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। শনিবার ওই সংঘর্ষবিরতি হওয়ার পর থেকে সীমান্তে গোলগুলি অনেকটাই কমেছে। ভারত বারবার সতর্ক করে দিয়েছে যে ওইকরম সাহস যদি পাকিস্তান ফের দেখায় তাহলে ভারত তার কড়া জবাব দেবে। এর মধ্য়েই ভারতীয় বায়ুসেনার তরফে জানিয়ে দেওয়া হল, পাক জঙ্গি দমনে ভারতের 'অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি।

ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুর চলছে। তাই নিয়ম মতো এনিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে কোনও গুজবে কান দেবেন না, কোনও খবর নিশ্চিত না হলে তা বিশ্বাস করবেন না। অত্যন্ত দক্ষতা ও পেশাদিত্বের সঙ্গে অপারেশন সিঁদুর চালানো হয়েছে। দেশের অখণ্ডতার কথা মাথায় রেখে অপারেশন চালিয়েছে সেনা।

উল্লেখ্য, গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। এরা রাতভর কথা বলার পরই ফল মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ওই কথা বললেও ভারতের বিদেশ দফতরের সচিব বিক্রম মিশ্রি বলেন, সংঘর্ষবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। পাকিস্তান তাতে সম্মত হয়েছে।

এদিকে, গতকাল সন্ধে ছটা নাগাদ সংঘর্ষবিরতির বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরই রাত নটা নাগাদ নতুন জল্পনা তৈরি হয়ে যায়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, এটা কী ধরনের সংঘর্ষবিরতি! শ্রীনগরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন-পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

আরও পড়ুন-মিটতে চলেছে কাশ্মীর-সমস্যা? সংঘর্ষবিরতির জন্য দু'দেশের ঢালাও প্রশংসা করে কাশ্মীর নিয়ে এ কী বললেন ট্রাম্প?

ওমর আবদুল্লার ওই পোস্টের পরপরই খবর আসতে থাকে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান, গুজরাটের কচ্ছের আকাশে ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি পঞ্জাবের একাধিক জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। পরে রাত গড়াতেই ধীরে ধীরে ওইসব খবর কমতে থাকে।

গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অপারেশন সিঁদুরে ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছে। ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More