জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানপুরের বাসিন্দা শুভম দ্বিবেদী বিয়ের দু-মাস পরে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীর। কিন্তু ফিরলেন কফিনবন্দী হয়ে। হামলার একদিন আগে শুভমের ভিডিয়োটি ভাইরাল হয়েছে, যেখানে তিনি হোটেলের ঘরে পরিবার ও বন্ধুদের সঙ্গে তাস খেলছেন। তাকে খুশি দেখাচ্ছে কাছের মানুষদের সঙ্গে। এমনকী তিনি বলছেন, "ম্যায় সবকো হারা দুঙ্গা।"
ভয়াবহ হামলার একদিন আগে তার স্ত্রী ভিডিয়োটি পোস্ট করেছিলেন। শুভম উত্তর প্রদেশের কানপুর জেলার ব্যবসায়ী। ঘটনার পর শুভমের স্ত্রী-র বয়ান অনুযায়ী, 'ম্যাগির জন্য বসেছিলাম। পিছন থেকে একজন এল। জিজ্ঞেস করল তুমি হিন্দু না মুসলিম? যদি মুসলিম হও, তাহলে কলমা পড়ো। আমরা কিছুই জানতাম না। পিছনে ফিরে দেখতে গেছিলাম কী হচ্ছে। ওরা আমায় জিজ্ঞেস করল শুভম হিন্দু না মুসলিম। আমি ওদের বললাম হিন্দু। ওরা ওকে মেরে ফেলল'।
#Pahalgam #pahalgamattack
— Jitesh (@Chaotic_mind99) April 23, 2025
A night before the #PahalgamTerrorAttack, Shubham Dwivedi’s wife shared a joyful story of them laughing and playing cards.
Their happiness lasted mere hours.
This was a meticulously planned attack, probably the worst security failure since 26/11.… pic.twitter.com/DpGXcH1DP2
এদিন শুভমের খুড়তুতো ভাই জানান, সমস্ত নিয়মকানুন শেষ হলে ২-৩ দিনে মৃতদেহ ফিরবে বাড়িতে। তবে তাদের দাবি, দোষীদের এমন শাস্তি হোক যাকে তিন প্রজন্মও শিউড়ে ওঠে। ধর্ম পরিচয় জানতে চাওয়ার পরই ওরা শুভমের মাথায় গুলি করে। পাশে থাকা স্ত্রী সঙ্গে সঙ্গে তাকেও শেষ করে দিতে বলে কিন্তু জঙ্গিরা তা করেনি।
ঘটনার পরদিনই দুপুরে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন| সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধান! কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর সীমান্তে বেড়েছে উত্তেজনা। ফের আসন্ন ভারত-পাক যুদ্ধ-- এমন আশঙ্কার পিছনে একদিকে যেমন ভারতের বদলা নেওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে; অন্যদিকে তেমনই রয়েছে মিসাইল টেস্টের মতো বিষয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)