Home> দেশ
Advertisement

Pahalgam Terror Attack Terrorist: আর কত মিথ্যে? ফেঁসে গেছেন শেহবাজ! পহেলগাঁও জঙ্গি পাক-সেনার কম্যান্ডো...

Hasim Musa: পাহেলগাম হামলায় সেনাবাহিনী নিশ্চিত করেছে যে সন্ত্রাসী হাশিম মুসা পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন প্যারা কমান্ডো

Pahalgam Terror Attack Terrorist: আর কত মিথ্যে? ফেঁসে গেছেন শেহবাজ! পহেলগাঁও জঙ্গি পাক-সেনার কম্যান্ডো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে, নিরাপত্তা সংস্থাগুলি এই হামলায় জড়িত একজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে। 'হাসিম মুসা' নাম তার। পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন প্যারা কম্যান্ডো এই হাসিম মুসা, পাকিস্তানি ইসলামিক সন্ত্রাসী সংগঠন লশ্কর-ই-তৈবার সঙ্গে কাজ করত এবং সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাকে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন- Pahalgam Terror Attack Heroes: চলছে গুলি, ঝরছে রক্ত! বহু বিপন্ন পর্যটককে বাঁচিয়েছে রুবিনা-মমতাজ, দুই বীরাঙ্গনা বোন...

 ১৫ জন কাশ্মীরি ওভারগ্রাউন্ড কর্মী (OGW) কে জিজ্ঞাসাবাদের সময় হাশিম মুসার সেনায় কাজ করার পূর্ব অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য যে এই OGW দের পাহেলগাম হামলার তদন্তে পাকিস্তানি জিহাদিদের সহায়তা করার জন্য মূল সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে রসদ সরবরাহ এবং গোয়েন্দা সহায়তা করার অভিযোগ রয়েছে, যা পাকিস্তানের ISI-এর ভূমিকা আরও স্পষ্ট করে।

আরও পড়ুন: Madhya Pradesh Dalit Girls:৪ দলিত মেয়েকে জোর করে নাগাড়ে নৃশংস ভোগদখল ৭ বর্বরের! তিন নাবালিকা...

পহেলগাম হামলা ছাড়াও, হাশিম মুসা ২০২৪ সালের অক্টোবরে গান্ডারবালের গগাঙ্গিরে সন্ত্রাসী হামলায় জড়িত ছিল, যেখানে ছয়জন পর্যটক এবং একজন ডাক্তার নিহত হয়েছিল এবং বারামুলার বুটা পাথরিতে, যেখানে দুই সেনা সদস্য এবং দুই সেনা পোর্টার নিহত হয়েছিল। গগাঙ্গির এবং বুটা পাথরিতে হামলায় পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত দুই স্থানীয় সন্ত্রাসী, জুনাইদ আহমেদ ভাট এবং আরবাজ মীর জড়িত ছিল। তবে, নভেম্বর এবং ডিসেম্বর ২০২৪ সালে নিরাপত্তা বাহিনীর হাতে পৃথক এনকাউন্টারে দুই জিহাদি নিহত হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More