Home> দেশ
Advertisement

উরিতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের দুই জঙ্গি

উরি হামলা সহ সীমান্তে পাক সন্ত্রাসের এবার জবাব দিল ভারত। আজ কাশ্মীরের উরি সেক্টরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের দুই সদস্য।

উরিতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের দুই জঙ্গি

ওয়েব ডেস্ক : উরি হামলা সহ সীমান্তে পাক সন্ত্রাসের এবার জবাব দিল ভারত। আজ কাশ্মীরের উরি সেক্টরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের দুই সদস্য।

আরও পড়ুন- ভারতে ঢুকেছে ২১ জন লস্কর জঙ্গি; নাশকতার আশঙ্কায় জারি রেড অ্যালার্ট

বর্ডার অ্যাকশন টিম গত কয়েক মাস ধরে বার বার সীমান্ত এলাকায় সন্তাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। লুঠ, হত্যা সহ বার বার সীমান্ত এলাকায় হামলা চালিয়ে আসছে বর্ডার অ্যাকশন টিম। এমনকী, ১ মে ভারতীয় সেনা পোস্টে আক্রমণ করে সেখানে দুই সেনা জওয়ানের মুণ্ডচ্ছেদ করার পিছনেও ছিল এই টিম।

জম্মু ও কাশ্মীর পুলিসের বক্তব্য, আজও সীমান্তে ভারতীয় সেনা পোস্টে হামলা চালানোর ছক কষেছিল বর্ডার অ্যাকশন টিম। তারপরই এনকাউন্টারে নিকেশ করা হয় দুই জঙ্গিকে। বাকিদের খোঁজে তল্লাসি চলছে।

Read More