Home> দেশ
Advertisement

Pahalgam Terror Attack: ভয়ে কাঁপছে পাকিস্তান! নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন, নজরদারি...

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে হামলার পর রণংদেহী মেজাজে ভারত। পাকিস্তানের সঙ্গে কার্যত কূটনৈতিক সম্পর্ক বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, 'ভারতে থাকা প্রতিটি পাকিস্তানিকে চিহ্নিত করে ফেরত পাঠাও'।   

Pahalgam Terror Attack: ভয়ে কাঁপছে পাকিস্তান! নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন, নজরদারি...

জি ২৪ ডিজিটাল ব্যুরো: যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত! ভয় কাঁপছে পাকিস্তান। পরিস্থিতি মোকাবিলায় এবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর  সামরিক শক্তি বাড়াচ্ছে ইসলামবাদ। স্রেফ অতিরিক্ত সেনা মোতায়েনই নয়, বাংকারের ভিতরে থেকে লাগাতার নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Indus Water Treaty: 'সিন্ধুর একফোঁটা জলও পাকিস্তান পাবে না', তৈরি ভারতের ব্লু প্রিন্ট!

কাশ্মীরের গণহত্য়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটক। পাকিস্তানের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ভারত। স্রেফ সিন্ধু জলবন্টন চুক্তিই স্থগিত নয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল-সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। বস্তুত, কীভাবে সিন্ধুর নদীর জল আটকানো হবে? সেই ব্লু-প্রিন্টও  তৈরি করেছে ফেলেছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,  ভারতে আসা পাক নাগরিকদের ভিসা বাতিল। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।   একমাত্র মেডিক্যাল ভিসার ক্ষেত্রে অতিরিক্ত ৪৮ ঘণ্টার ছাড় দেওয়া হয়েছে।  আজ, শুক্রবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কড়া নির্দেশ, 'ভারতে থাকা প্রতিটি পাকিস্তানিকে চিহ্নিত করে ফেরত পাঠাও'। 

চুপ করে বসে নেই পাকিস্তানও।  স্রেফ সিমলা চুক্তি বাতিল বা ওয়াঘা সীমান্ত বন্ধ করাই নয়, পাকিস্তানের আকাশের ভারতীয় বিমান প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 'ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'সেই হিসেবে জবাব দেওয়া হবে'। 

আরও পড়ুন:  Sima Haider's husband after Pahalgam attack: 'ওই নির্লজ্জ মহিলাকে হয় ফাঁসি দিন নয় পাকিস্তানে ফিরিয়ে দিন!', মোদীর কাছে কাতর মিনতি গুলামের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More