জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডের পর ক্ষোভে ফুঁসছে দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ করল ভারত। খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেলই ব্লক করে দিল ভারত।
ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচারের অভিযোগে ভারতে এখন নিষিদ্ধ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল। তালিকায় জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই টিভি- মতো সীমান্ত পারের প্রথমসারি কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। এমনকী, কোপ পড়েছে প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলেও। রেহাই পেলেন না পাকিস্তানের শাহবাজ শরিফ। তাঁর ইউটিউব চ্যানেলটিও ব্লক করে দিল মোদী সরকার।
কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ২৬ নিরীহ পর্যটক। সূত্রের খবর, যে পাক ইউটিউব চ্য়ানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে, পহেলগাঁও কাণ্ডের পর ওই ইউটিউব চ্যানেলগুলিতে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক ও সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু(Content) প্রচার করা হচ্ছিল। সঙ্গে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্যও!
সূত্রের খবর, ওই ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই। সেই আর্জি মেনেই ভারতের নিষিদ্ধ ঘোষণা করা হল পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেলকে। ওই চ্যানেলগুলি মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ছ'কোটি। ভারতের ওই ইউটিউব চ্যানেলগুলি খুলতেই ভেসে আসছে একটি বার্তা। যাতে লেখা, 'জাতীয় নিরাপত্তাজনিত কারণে সরকারি নির্দেশে এই বিষয়বস্তু(Content) এখন এই দেশের উপলদ্ধ নয়'।
স্রেফ ১৬ পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করাই নয়, পহেলগাঁও কাণ্ড নিয়ে বিবিসিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। কেন? সম্প্রতি বিবিসিতে পহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনে 'সন্ত্রাসবাদী' শব্দটি ব্যবহার করা হয়নি। বদলে পহেলগাঁওয়ের ঘটনাটি 'জঙ্গি' হামলা বলে উল্লেখ করা হয়। বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে চিঠি লিখে আপত্তির কথা জানিয়ে দিয়েছে মোদী সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)