Home> দেশ
Advertisement

Pakistani Woman| CRPF: সিআরপিএফ জওয়ানকে বিয়ে করে জম্মুতে চলে এলেন পাক তরুণী, তারপর...

Pakistani Woman| CRPF: জম্মু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে মেনাল খানের বাড়ি পাক পঞ্জবের গুজরানওয়ালার কোটলি ফকির চাঁদ এলাকায়

Pakistani Woman| CRPF: সিআরপিএফ জওয়ানকে বিয়ে করে জম্মুতে চলে এলেন পাক তরুণী, তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান থেকে ভারতে চলে এসে কোনও ভারতীয় তরুণকে বিয়ে করেছেন এমন পাক মহিলার কথা প্রায়ই শোনা যায়। জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন যাদের স্ত্রী পাকিস্তানি। এবার এক সিআরপিএফ জওয়ানকে বিয়ে করে ভারতে চলে এলেন এক পাক তরুণী। এনিয়ে জম্মুর হান্দওয়াল গ্রামে হইচই পড়ে গিয়েছে।

আরও পড়ুন-মালিককে 'টার্গেট' বাঘের! ঝাঁপিয়ে পড়ল জার্মান শেফার্ড! বাঘে-কুকুরে অসম লড়াই শেষে...

জম্মুর ভাওয়ালের বাসিন্দা মুনীর আহমেদ। বর্তমানে কর্মরত সিআরপিএফে। তাঁকেই বিয়ে করেছেন পাক পঞ্জাবের তরুণী মেনাল খান। গত বছর ২৪ মে মুনীরের সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্স বিয়ে হয়েছে মেনালের। তার পর থেকে স্বামীর কাছে আসা হয়নি। এই প্রথম স্বামীকে দেখছেন সামনাসামনি।

জম্মু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে মেনাল খানের বাড়ি পাক পঞ্জবের গুজরানওয়ালার কোটলি ফকির চাঁদ এলাকায়। তাঁর বাবার নাম মহম্মদ আসগার খান। এই বিয়ের উপরে নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

প্রায় এক বছর বিয়ে হলেও গতকাল রাতে মেনাল খান পৌঁছছেন জম্মুর হান্দওয়াল গ্রাম। মাত্র ১৫ দিনের ভিসা পেয়েছেন তিনি। গতকাল তাঁকে আটারি সীমান্তে আনতে যান মুনীরের বাড়ির লোকজন।  এদিকে এই বিয়ে নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে। কেউ লিখছেন ওই মহিলার উপরে নজরা রাখা উচিত। কেউ লিখেছেন এরকম বিয়ে বন্ধ হওয়া উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More