Home> দেশ
Advertisement

PAN card Fact Check: প্যান কার্ড নিয়ে বিশাল স্ক্যাম! সবার কাছে যাচ্ছে মেইল! PIB স্পষ্ট জানাল, কোনটা সত্যি-কোনটা মিথ্যে...

PAN 2.0: ভুয়ো ইমেলে বলা হয়েছে যে, QR কোড সাপোর্ট করে এরকম প্যান কার্ডের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে। মেইলগুলি এসেছে একটি নির্দিষ্ট আইডি থেকে...

PAN card Fact Check: প্যান কার্ড নিয়ে বিশাল স্ক্যাম! সবার কাছে যাচ্ছে মেইল! PIB স্পষ্ট জানাল, কোনটা সত্যি-কোনটা মিথ্যে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যান কার্ড (PAN Card) নিয়ে বড়সড় স্ক্যাম। অনেকের কাছেই যাচ্ছে, প্যান ২.০ (PAN 2.0) থেকে ইমেইল। যার সবটাই ভুয়ো বলে সতর্ক করেছে সরকার (PAN card scam alert)। সরকারের স্পষ্ট নির্দেশ, ভুলেও ওই মেইল খুলবেন না। বা ওই মেইলের রিপ্লাই করবেন না। ওই মেইলে বলা কোনও নির্দেশও মানবেন না। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সরকার।

প্রতারণামূলক ভুয়ো ইমেলে বলা হয়েছে যে, QR কোড সাপোর্ট করে এরকম প্যান কার্ডের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে। একটি লিংকের মাধ্যমে তাঁদের "ই-প্যান" ডাউনলোড করার জন্যও বলা হয়েছে মেইল প্রাপকদের। ইমেলগুলি এসেছে "info@smt.plusoasis.com"-এর থেকে। PIB ফ্যাক্ট চেক করে এই ইমেলগুলিকে "ভুয়ো" বলে জানিয়েছে।

পিআইবি স্পষ্ট জানিয়েছে, "আর্থিক ও সংবেদনশীল তথ্য শেয়ারের জন্য অনুরোধ করা কোনও ইমেল, কল এবং এসএমএসের উত্তর দেবেন না। এই ধরনের কোনও ফিশিং ইমেল-এর উত্তর দেবেন না।" আয়কর বিভাগও স্পষ্ট জানিয়েছে যে তারা ব্যক্তিগত আর্থিক তথ্যের প্রমাণপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য জানতে চেয়ে মেইল পাঠায় না।

আয়কর আরও জানিয়েছে, কোনও ইমেল লিংকের মাধ্যমে প্যান কার্ড বা ই-প্যান তারা সরবরাহও করে না। সমস্ত অফিসিয়াল ই-প্যান পরিষেবা শুধুমাত্র যাচাইকৃত সরকারি পোর্টালের মাধ্যমেই দেওয়া হয়। তৃতীয় পক্ষের কোনও লিংক বা ইমেলের মাধ্যমে নয়।

আরও পড়ুন, Pan Card 2.0: বড় খবর! পালটে যাচ্ছে আপনার প্যান কার্ড? বদলে এবার PAN 2.0... কীভাবে অ্যাপ্লাই করবেন?

আরও পড়ুন,  Dharmasthala mass-burial case: 'গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে... পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে...' ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More