Home> দেশ
Advertisement

"আমরা আম্মার সন্তান, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ" জয়ার সমাধিস্থলে দাঁড়িয়ে বললেন পন্নিরসেলভাম

ওয়েব ডেস্ক: মেলালেন তিনি মেলালেন। জোড়া লাগল জোড়া পাতা। আম্মার যে সমাধিস্থলে দাঁড়িয়ে বিদ্রহের ডাক দিয়ে দল ভেঙেছিলেন পন্নিরসেলভাম, সেই সমাধিক্ষেত্রই আজ হয়ে উঠল মিলন ভূমি। 'বন্ধু' পালানিস্বামীর হাত ধরে পন্নির বললেন, "আমার মনের ভার আজ হালকা হয়ে গেছে। কেউ আর আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না, আমরা আম্মার সন্তান। আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ"।

প্রসঙ্গত, এআইডিএমকের বিভাজনে যত না নাটক ছিল তার চেয়ে ঢের বেশি নাটকীয়তার উপাদানে ভরপুর 'সংযুক্তি পর্ব'। সংযুক্তির ক্ষেত্রে পন্নিরসেলভাম শিবির থেকে মূলত তিনটি শর্ত দেওযা হয়েছিল। প্রথমত, জয়ললিতার মৃত্যু তদন্তের নির্দেশ। দ্বিতীয়ত, 'আম্মা'র পোয়েজ গার্ডেনের বাসভবনকে সংগ্রহশালায় পরিণত করা এবং দলীয় পদ থেকে শশীকলা ও দিনাকরণের অপসারণ। প্রথম দুটি শর্ত ইতিমধ্যেই মেনে নিয়েছেন পালানিস্বামী সরকার। তৃতীয় শর্তের ক্ষেত্রেও 'কার্যকারী সিদ্ধান্ত' নেওয়া হবে সেবিষয়টিও পরিস্কার।

Read More