Home> দেশ
Advertisement

সুখবর! অফ সিজনে কমতে পারে রাজধানী, শতাব্দী, দূরন্তের টিকিটের দাম

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেলমন্ত্রী জানিয়েছেন, অফ সিজনে কিংবা ট্রেনের সব আসন ভর্তি না হলে, শতাব্দী, রাজধানীর মতো ট্রেনেগুলির টিকিটের দাম কমানোর কথা ভাবছে রেল।

সুখবর! অফ সিজনে কমতে পারে রাজধানী, শতাব্দী, দূরন্তের টিকিটের দাম

নিজস্ব প্রতিবেদন:  টিকিটের দাম এতটাই বেড়ে গিয়েছে, যে অনেকেই এখন রাজধানী, শতাব্দীর টিকিট না কেটে বিমানের টিকিট কাটাই বেশি শ্রেয় মনে করছেন। কিন্তু তাদের জন্য কিছুটা হলেও সুখবর। এবার কমতে পারে রাজধানী, শতাব্দীর মতো ভারতের প্রথম সারির ট্রেনগুলির টিকিটের দাম। বুধবার এমনটাই ইঙ্গিত দিলেন পীযুষ গোয়েল।

আরও পড়ুন: দশ বছরের বড় বৌদির সঙ্গে বিয়ে, আত্মঘাতী নবম শ্রেণির ছাত্র

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেলমন্ত্রী জানিয়েছেন, অফ সিজনে কিংবা ট্রেনের সব আসন ভর্তি না হলে, শতাব্দী, রাজধানীর মতো ট্রেনেগুলির টিকিটের দাম কমানোর কথা ভাবছে রেল।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে প্রথম সারির ট্রেনগুলির টিকিট কাটতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। তার উপর ২০১৬ সাল থেকে ভারতীয় রেলে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ক্রমেই বেড়ে চলেছে টিকিটের দাম। অনেক সময়েই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ট্রেনের টিকিটের দাম ছাপিয়ে যায় বিমানের টিকিটের দামকেও। আসন ভর্তি না হলেও টিকিটের দাম কমানো হয় না। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যাত্রীরা। এই বিষয়টি মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল।

আরও পড়ুন: ভারতীয় নৌসেনায় যোগ দিল আধুনিক প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএল কালভরি

রেলমন্ত্রী বলেন, ‘ফ্লেক্সি ফেয়ারের জন্য টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়। বিষয়টি নিয়ে আমরা ভাবছি। এক তরফাভাবে দাম না বাড়িয়ে যাত্রীদের সুবিধার কথাও ভেবে দেখা হচ্ছে। অফ সিজনে অথবা ট্রেনের আসন ভর্তি না হলে টিকিটের দাম কমানোর কথা ভাবা হচ্ছে।‘

Read More