Home> দেশ
Advertisement

Pune Crime News: ভয়ংকর! ঘরের দরজা বন্ধ, খুন করে জ্যান্ত জ্বা*লিয়ে দিল দুই স্কুল-পড়ুয়া ভাইবোনকে... তারপর...

Pune horror: পরিবারের সদস্য এবং তাদের আত্মীয়-স্বজনরাও পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিসের মধ্যে যথেষ্ট তৎপরতা নেই। গুপ্তা বলেন, 'যদি এটি মুখ্যমন্ত্রী বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটত, তাহলে পুলিস তদন্তে আরও দ্রুত হতো এবং অপরাধীদের দ্রুত খুঁজে বের করত।'

Pune Crime News: ভয়ংকর! ঘরের দরজা বন্ধ, খুন করে জ্যান্ত জ্বা*লিয়ে দিল দুই স্কুল-পড়ুয়া ভাইবোনকে... তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাটনার জানিপুরে একটি বাড়িতে আগুনে পুড়ে দুই নাবালক ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ভাই-বোনের নাম অঞ্জলি কুমারী (১৫) এবং অংশুল কুমার (১০)। পরিবারের সদস্যদের অভিযোগ, কেউ প্রথমে তাদের খুন করে এবং তারপর অপরাধ লুকানোর জন্য তাদের দেহ পুড়িয়ে দেয়। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু করেছে।

ঘটনার সময়, ভাই-বোন দুজনেই বাড়িতে ছিল। তাদের বাবা লালন গুপ্ত স্থানীয় নির্বাচন দপ্তরের কর্মী এবং মা পাটনা এইমস-এর একজন নার্স। মা প্রথমে বাড়ি ফিরে এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করতে শুরু করেন এবং স্বামীকে খবর দেন।

লালন গুপ্ত, নিহত শিশুদের বাবা বলেন, সাংবাদিকদের জানিয়েছেন, 'বাড়ির আশেপাশে দুই থেকে তিনজন লোককে দেখা গিয়েছিল। এরপর আমার ১৫ এবং ১০ বছর বয়সী ছেলে-মেয়েকে ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের খুন করার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি এটি দুর্ঘটনা হতো, তাহলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে বা দরজা খুলতে পারতো, কিন্তু এমন কোনো চেষ্টা তারা করেনি, যা প্রমাণ করে যে কেউ তাদের প্রথমে খুন করেছে এবং তারপর তাদের দেহ পুড়িয়ে দিয়েছে।'

পুলিস জানায়, তারা দুটি পোড়া দেহ উদ্ধার করেছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে সবদিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

'আমি তাদের (দোষীদের) জ্যান্ত পুড়িয়ে মারতে চাই। পুলিস যেন আজই তাদের ধরে,' অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হয়ে  গুপ্তা বলেন।

ঘটনার পর থেকেই সেখানে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। শত শত গ্রামবাসীর ভিড়ে নিহতদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন। পুলিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য পুরো এলাকায় তল্লাশি চালায়।

পরিবারের সদস্য এবং তাদের আত্মীয়-স্বজনরাও পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিসের মধ্যে যথেষ্ট তৎপরতা নেই। গুপ্তা বলেন, 'যদি এটি মুখ্যমন্ত্রী বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটত, তাহলে পুলিস তদন্তে আরও দ্রুত হতো এবং অপরাধীদের দ্রুত খুঁজে বের করত।'

এদিকে, পুলিস দুটি দগ্ধ দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনও অপরাধমূলক দিক রয়েছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও একজন সিনিয়র পুলিস কর্মকর্তা বলেছেন যে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগের ভিত্তিতে তারা সব সম্ভাব্য দিক থেকে বিষয়টি তদন্ত করছেন।

তিনি আরও বলেন, 'তদন্ত চলছে এবং তাদের মৃত্যুর আসল কারণ কিছু সময় পরে জানা যাবে।'

আরও পড়ুন: PSU bank removes minimum balance penalty on savings accounts: বড় স্বস্তি! মিনিমাম ব্যালান্স না-রাখলে আর টাকা কাটবে না ব্যাংক... বড় ঘোষণা...

আরও পড়ুন: Mumbai Tutor Torture: কী বিচ্ছিরি হাতের লেখা! সবক শেখাতে খুদে পড়ুয়ার মুঠোর নীচে জ্বলন্ত মোমবাতি... টিউটরের টর্চার...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More