Home> দেশ
Advertisement

পেট্রোলের পর এবার ডিজেলের দাম লিটারে আড়াই টাকা কমতে চলেছে

দুই রাজ্যে বিধানসভা ভোটের আগেই কমল পেট্রোলের দাম। লিটারে এক টাকা। পয়লা অক্টোবরই লিটারে ৫৪ পয়সা দাম কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে, সবথেকে বড় চমকটা অপেক্ষা করছে মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফল ঘোষণার পর। চার বছর পর লিটারে আড়াই টাকা দাম কমতে চলেছে ডিজেলের।

পেট্রোলের পর এবার ডিজেলের দাম লিটারে আড়াই টাকা কমতে চলেছে

ওয়েব ডেস্ক: দুই রাজ্যে বিধানসভা ভোটের আগেই কমল পেট্রোলের দাম। লিটারে এক টাকা। পয়লা অক্টোবরই লিটারে ৫৪ পয়সা দাম কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে, সবথেকে বড় চমকটা অপেক্ষা করছে মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফল ঘোষণার পর। চার বছর পর লিটারে আড়াই টাকা দাম কমতে চলেছে ডিজেলের।

গতমাস থেকেই ডিজেলে লাভের মুখ দেখতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ভারতের ইতিহাসে এই প্রথম। আর সেই সূত্রেই কমতে চলেছে ডিজেলের দাম। শুধুমাত্র নির্বাচনী বিধির কারণে তা ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, নির্বাচনী আচরণবিধি বহাল রয়েছে। তাই সঠিক সময়েই যথাযথ সিদ্ধান্ত নেব।

Read More