জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই পুষছিলেন পিটবুল! হিংস্র কুকুরদের তালিকায় যার নাম রয়েছে উপরের দিকেই। ইতিমধ্যেই ছেলের পোষ্য পিটবুলের আক্রমণের শিকার (Pitbull attack) হয়ে বৃদ্ধা মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু তারপরেও যে মানুষের কোনও হুঁশ ফেরেনি, মানুষ সচেতন হয়নি, চেন্নাইয়ের ঘটনা তার প্রমাণ।
৭ বছরের একরত্তিকে আচঁড়ে-কামড়ে একাকার করে দিল পোষ্য পিটবুল। বাবা-মায়ের চোখের সামনেই তাদের আদরের মেয়ে হিংস্র পিটবুলের আক্রমণে একেবারে রক্তাক্ত হয়ে গেল। চেন্নাইয়ের টোন্ডিয়ারপেটের কাছে আইওসি এলাকায় ঘটনাটি ঘটে। বাড়ি মালিকের পিটবুলের আক্রমণের শিকার হয় ভাড়াটিয়ার ৭ বছরের মেয়ে (Pitbull attack)।
ওই শিশুর মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে স্ট্যানলি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বাড়ি মালকিন জথির একতলায় থাকেন। পিটবুলটি তাঁরই। ওদিকে দোতলায় বাবা-মায়ের সঙ্গে থাকে ওই শিশু। ঘটনার দিন বাবা-মায়ের সঙ্গে যখন সে নীচে নেমে আসে, তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র পিটবুল।
তার কপাল এবং থুতনি আঁচড়ে কামড়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। এরপরই পুলিসে অভিযোগ দায়ের হয় এই ঘটনায়। পুলিস এসে পিটুবুলটিকে আটক করে নিয়ে যায়। জানা যায়, পিটবুলটির টিকাকরণ হলেও, মালিকের কাছে কোনও পোষ্যের লাইসেন্স ছিল না। প্রাণীদের প্রতি অবহেলা ও মানুষের জীবন বিপন্ন করার জন্য পিটবুল মালিক জথিকেও আটক করেছে পুলিস।
আরও পড়ুন, Rajasthan horror: জ্বলছে দাউ দাউ করে! জ্বলন্ত শরীরেই ন'তলা থেকে ঝাঁপ... তরুণের হাড়হিম কাণ্ড...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)