Home> দেশ
Advertisement

PM Modi on Op Sindoor: 'অপারেশন সিঁদুরে গোটা বিশ্ব বুঝে গিয়েছে ভারতের সামরিক ক্ষমতা', বাদল অধিবেশনের শুরুতেই সুর বাঁধলেন মোদী...

Op Sindoor before Monsoon session: বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর-এর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, 'গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি।' অপারেশন সিঁদুর নিয়ে সংসদে শাসক এবং বিরোধীপক্ষ এক সুরে কথা বলবে বলে আশাপ্রকাশ করেন মোদী। 

PM Modi on Op Sindoor: 'অপারেশন সিঁদুরে গোটা বিশ্ব বুঝে গিয়েছে ভারতের সামরিক ক্ষমতা', বাদল অধিবেশনের শুরুতেই সুর বাঁধলেন মোদী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এই অধিবেশন দেশের জন্য গর্বের, এটা একপ্রকার বিজয়োৎসব।' সংসদের বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তাই দিলেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভারতীয় পতাকা ওড়া প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের মুহূর্ত। তিনি বলেন, 'আমাদের মহাকাশচারী শুভাংশু শুক্লা এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন।'

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: 'গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে... পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে...' ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস...

অপারেশন সিঁদুর প্রসঙ্গেও মোদী সেনার সাফল্যের প্রশংসা করেন। বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেনা সেটা ২২ মিনিটে করে দেখিয়েছে—শত্রুর ঘরে ঢুকে নির্ভুলভাবে আঘাত করেছে।” তিনি দাবি করেন, বিশ্বজুড়ে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে এবং আত্মনির্ভর ভারতের প্রতি আস্থা তৈরি হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী সরকারের নজর একদিকে দেশবাসীর আবেগের সঙ্গে সংসদকে যুক্ত করা, অন্যদিকে সেনাবাহিনী ও বিজ্ঞানক্ষেত্রে ভারতের সাফল্য তুলে ধরার চেষ্টা করেছেন।

এবারের বাদল অধিবেশনের মূল বিষয় - অপারেশন সিঁদুর ও পহেলগাম হামলা নিয়ে আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ও ৫টি ভারতীয় জেট ভূপতিত হওয়ার প্রসঙ্গেও মোদীর সোজাসুজি উত্তর দাবি। বিহারে ভোটার তালিকা রিভিশন ও SIR ইস্যু নিয়ে বিতর্ক তুঙ্গে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা এবং বিমান নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলতে পারে বিরোধীরা। মোট ১৭টি বিল পেশ হতে পারে, চলবে অধিবেশন ২১ আগস্ট পর্যন্ত।

রাজনৈতিক বার্তা স্পষ্ট—মোদী সরকার জয়ের বার্তা দিচ্ছে, আর বিরোধীরা চাইছে জবাবদিহি। সংসদের ভেতরে এই সংঘাতই আগামী একমাসের আলোচনার কেন্দ্রে থাকবে। প্রধানমন্ত্রী মোদী বাদল অধিবেশনকে জাতির জন্য একটি গর্বিত মুহূর্ত বলে অভিহিত করেন। অধিবেশনের আগে বিশ্ব মঞ্চে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মহাকাশচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঐতিহাসিক যাত্রার উল্লেখ করেন। 

তিনি বলেন, “আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত গৌরবের।” এই প্রসঙ্গেই মোদীর সংযোজন, “বাদল অধিবেশন দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই অধিবেশন রাষ্ট্র গৌরব ও বিজয়োৎসবের।” এছাড়া, প্রধানমন্ত্রী মোদী জানান, মহাকাশ অভিযান ও অপারেশন সিঁদুরের সাফল্য, সব মিলিয়ে ভারতজুড়ে চলছে বিজয়োৎসবের মেজাজ। বাদল অধিবেশনে সেই সাফল্যের কথাই দেশবাসীর কাছে তুলে ধরার বার্তা দেন তিনি।

আরও পড়ুন, SSC Recruitment Case: রাজনীতি অন্য জায়গায় করুন, মমতার বিরুদ্ধে মামলা করায় আইনজীবীকে সুপ্রিম তোপ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More