জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিদুঁর চলাকালীন প্রথমবার। 'কোনও পরমাণু যুদ্ধের ব্ল্যাকমেইল ভারত বরদাস্ত করবে না', জাতির উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত। ভবিষ্যতে প্রয়োজন হগলে আবার জবাব দেওয়া হবে।
এদিন ভাষণের শুরুতেই অপারেশন সিঁদুরের সাফল্য দেশ সব মা ও মহিলাদের উত্সর্গ করেন মোদী। বলেন, 'স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী'। মোদীর কথায়, 'যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল'!
গত বৃহস্পতিবার অপারেশনের সিদুঁরের পাল্টা আঘাত হানে পাকিস্তান। সেদিন রাতে জম্ম-সহ সীমান্তবর্তী একাধিক এলাকা ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়। এরপর শুক্রবারও সন্ধ্যা নামতেই পাক-হানা। শেষে শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। মোদী বলেন, 'দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি'।
মোদীর সাফ কথা, 'আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। 'টেরর' ও 'টক' (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে'।
আরও পড়ুন: Flight Service Resumed: সোমেই স্বাভাবিক বিমান পরিষেবা! মঙ্গলে খুলছে শ্রীনগর বিমানবন্দরও....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)