Home> দেশ
Advertisement

Operation Sindoor Debate in Parliament: 'তৃতীয় কোনও দেশ যুদ্ধ থামাতে বলেনি', বিরোধীদের ট্রাম্পকার্ডে জবাব মোদীর...

  সিঁদুরে তপ্ত সাংসদ।  'পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের সুর মেলে', জবাবি ভাষণে বিরোধীদের পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন. 'কংগ্রেস বলছিল, মোদী মরবে, ফাঁসবে। পাকিস্তান আদমপুর এয়ারবেসে হামলা করেছে বলে রটনা ছড়ায়। আমি পরের দিন সেখানে পৌঁছে যাই। ওদের মিথ্যা প্রকাশ্যে আনি'। 

Operation Sindoor Debate in Parliament: 'তৃতীয় কোনও দেশ যুদ্ধ থামাতে বলেনি', বিরোধীদের ট্রাম্পকার্ডে জবাব মোদীর...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো:  সিঁদুরে তপ্ত সাংসদ।  'পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের সুর মেলে', জবাবি ভাষণে বিরোধীদের পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন. 'কংগ্রেস বলছিল, মোদী মরবে, ফাঁসবে। পাকিস্তান আদমপুর এয়ারবেসে হামলা করেছে বলে রটনা ছড়ায়। আমি পরের দিন সেখানে পৌঁছে যাই। ওদের মিথ্যা প্রকাশ্যে আনি'। 

আরও পড়ুন:  Operation Mahadev: অপারেশন মহাদেব! খতম তিন জঙ্গির চাঞ্চল্যকর পরিচয়! এই প্রথম... তিন নম্বর ছবিটা দেখতে ভুলবেন না...

সংসদের এখন বাদল অধিবেশন চলছে। অধিবেশনের প্রথম দিনেই পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিরোধীরা। আলোচনা হল আজ, মঙ্গলবার।

জবাবি ভাষণে মোদী  জানান, 'তৃতীয় কোনও দেশ ভারতে যুদ্ধ থামাতে বলেনি। ৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ঘণ্টা ধরে চেষ্টা করেন। আমার সেনার সঙ্গে বৈঠক চলছিল। ফোন তুলতে পারিনি। পরে আমি ফোন করি। বলি, ৩-৪ বার ফোন করেন। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি ওদের এই ইচ্ছা থাকে, তা হলে ভুগতে হবে। পাকিস্তান হামলা করলে, আরও বড় হামলা করে জবাব দেব। এই জবাব দিয়েছিলাম। আমরা গুলির জবাব গুলি দিয়ে দেব'। 

 

মোদী বলেন, 'জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেসের কোনও দৃষ্টিভঙ্গিই ছিল না। জাতীয় নিরাপত্তা নিয়ে ওরা কেবল সমঝোতা করে গিয়েছে। প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা নষ্ট করা হয়েছে। ওই নীতিতে চললে সিঁদুর অভিযানের কথা চিন্তাও করতে পারতাম না। ভারতীয় সেনার সশক্তিকরণের প্রমাণ এই অভিযান। কংগ্রেসের সময়ে সেনাকে আত্মনির্ভর করার ভাবনাচিন্তা ছিল না। প্রতিরক্ষা খাতে ২৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে বরাদ্দ। প্রতিরক্ষা রফতানি হয় ১০০ দেশে। সিঁদুর অভিযানের পরে প্রতিরক্ষার বাজারে ভারতে তৈরি অস্ত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে'।

এদিকে পহেলগাঁও হামলার পর পাক-অধিকৃত কাশ্মীর দখলের দাবি ওঠেছিল। মোদী বলেন, 'যাঁরা বলছেন, আমরা কেন পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিতে পারিনি। জিজ্ঞেস করতে চাই, কাদের সরকার ওটা পাকিস্তানকে অধিকার করতে দিয়েছিল? জবাব স্পষ্ট'। তাঁর কটাক্ষ, 'নেহরুর কথা বললে, কংগ্রেস চঞ্চল হয়ে ওঠে। স্বাধীনতার পর থেকে ওরা যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফল আজও ভুগছে দেশ। ওরা বলে আকসাই চিন উষর জমি। ওটাও দিয়ে দেয়। দেশের জমি হারাতে হয়েছে। কর্তারপুর সাহিবও নেয়নি। শ্রীলঙ্কাকে কাচ্চাথিভু দ্বীপ দিয়ে দেওয়া হয়। এখন মৎস্যজীবীরা ভুগছেন। জমি দিয়ে দেওয়ার অধিকার কি রয়েছে ওদের? আজ সিয়াচেনও আমাদের কাছে থাকত না'।

আরও পড়ুন:  SIR 2025: 'পাইকারি হারে নাম বাদ গেলে আদালত....', SIR শুনানিতে কড়া সুপ্রিম কোর্ট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More