Home> দেশ
Advertisement

Narendra Modi in North Bengal: চেক পয়েন্ট 'চিকেন্স নেক'? বাংলার সীমান্তে এবার মোদীর নজরদারি! কবে, কখন...

অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নজরে উত্তরবঙ্গ। আগামী ২৯ মে আলিপুরদুয়ার আসছেন মোদী, জানালেন সাংসদ মনোজ টিগ্গা।

Narendra Modi in North Bengal: চেক পয়েন্ট 'চিকেন্স নেক'? বাংলার সীমান্তে এবার মোদীর নজরদারি! কবে, কখন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নজরে উত্তরবঙ্গ। আগামী ২৯ মে আলিপুরদুয়ার আসছেন মোদী, জানালেন সাংসদ মনোজ টিগ্গা।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'যারা চোখে ঠুলো পরে বসে আছে, তারাই শুধু বাংলার উন্নয়ন দেখতে পায় না'!

তিন সফরে এখন উত্তবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার শিলিগুড়ির ফুলবাড়িতে সরকারি পরিষেবা অনুষ্ঠানে উত্তরবঙ্গে উন্নয়নে খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, 'বাংলার উন্নয়ন অনেকে চোখে দেখতে পান না। যাঁরা চোখে ঠুলো পরে বসে আছেন। উন্নয়নের হিসেব চাইলে দিয়ে দেব'। এরমধ্যেউ মোদীর উত্তরবঙ্গ সফরের কথা ঘোষণা করে দিলেন খোদ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা।

আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করবেন মোদী। আজ, মঙ্গলবার সকালে সেখানে পৌঁছে যান সাংসদ মনোজ টিগ্গা (MP Manoj Tigga), ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্যরা। ঘুরে দেখেন প্যারেড গ্রাউন্ড। ২০১১ ও ২০১৬ সালে মাদারিহাটে এসেছিলেন নরেন্দ্র মোদি। ৯ বছরে পর ফের উত্তরবঙ্গে মোদী। স্বভাবতউ উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা।

গত লোকসভা ভোটে শুধুমাত্র কোচবিহার আসনেই জিতেছিল তৃণমূল। কিন্তু তারপর একে এক উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে উত্তরবঙ্গে। শুধু তাই নয়, সম্প্রতি তৃণমূলের যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, একদা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও। এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। রাজনৈতিক মহলের মতে,. উত্তরবঙ্গে 'হারানো জমি' ফিরে পেতে তত্‍পর বিজেপি। সেকারণে মোদীর এই সফর।

আরও পড়ুন:  Burdwan Accident: ঘুরে ঘুরে বেচতেন লটারির টিকিট, চলে গেল ডাম্পার! ছেলেকে দিয়েই পিষ্ট দেহ তোলাল পুলিস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More