Home> দেশ
Advertisement

Police Constable Shot: তল্লাশি করতে গিয়ে গুলিতে হত পুলিস কনস্টেবল, শেষপর্যন্ত পুলিসের জালে খতরনাক দুষ্কৃতী

Police Constable Shot: ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৌরভ সিং নামে ওই কনস্টেবল। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক হাসপাতালে। কিন্ত হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা

Police Constable Shot: তল্লাশি করতে গিয়ে গুলিতে হত পুলিস কনস্টেবল, শেষপর্যন্ত পুলিসের জালে খতরনাক দুষ্কৃতী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজিয়াবাদে এক ওয়ান্টেড ক্রিমিন্যালকে গ্রেফতার করতে গিয়ে ভয়ংকর কাণ্ডে। তল্লাশিরত পুলিস টিমকে আক্রমণ করল দুষ্কৃতীরা। তাদের গুলিতে নিহত এক পুলিস কনস্টেবল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। রবিবার রাতে নয়ডার মাসুরি থানা এলাকার নাহাল গ্রামে কাদির নামে এক দুষ্কৃতীতে গ্রেফতার করতে আসে পুলিস টিম। তখনই তাদের ঘিরে ধরে এলাকার মানুষজন। প্রথম তাদের উপরে পাথর ছোঁড়া হয়। তারপর জনতার মধ্যে থেকে পুলিসকে লক্ষ্য করে ছুটে আসে গুলি। গুলিবদ্ধ হন ওই কনস্টবল।

গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৌরভ সিং নামে ওই কনস্টবল। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক হাসপাতালে। কিন্ত হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। পুলিস সূত্রে খবর, গ্রামে ঢুকে রেইড শুরুর পরই গ্রামবাসীরা জড়ো হতে থাকে। শেষপর্যন্ত তারা হিংস্র হয়ে উঠে পুলিসের উপরে হামলা চালায়। এর মধ্যেই ভিড়ের মধ্যে থেকে গুলি চালিয়ে দেয়ে কেউ।

আরও পড়ুন-ফের এক বিজেপি নেতার ভিডিয়ো ঘিরে শোরগোল! পার্টি অফিসেই তরুণীকে জাপটে ধরে...

আরও পড়ুন-সাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, সপ্তাহজুড়ে জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি, উত্তাল হবে সমুদ্র...

ঘটনার পরই পুলিস মহলে হইচই পড়ে যায়। নয়ডা পুলিসের শীর্ষকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। বেশ কয়েকজন পুলিসকর্মী ওইদিন আহত হন। তাদের চিকিত্সা করে ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

এদিকে যে কাদিরকে ধরতে গিয়ে এতকাণ্ডে সেই কাদির গোলমালের সুযোগ পালিয়ে যায়। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এখনও তাদের ধরা যায়নি। কাদিরকে ধরতে বেশ কয়েকটি টিম গঠন করেছে পুলিস। শুরু হয় চিরুনী তল্লাশী। শেষপর্য়ন্ত পুলিসের জালে পড়ে যায় কাদির। এবার কাদিরে ভাই আদিল ও তার সাঙ্গপাঙ্গদের খোঁজ চালাচ্ছে পুলিস।     

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More