Home> দেশ
Advertisement

Kerala Shocker: লিভ ইন সম্পর্কেই ২ সন্তান, খু*ন করে কঙ্কাল নিয়ে থানায় গেল বিকারগ্রস্ত পুরুষ পার্টনার-ই!

Kerala Crime: সম্পর্কের টানাপোড়েন! লিভ ইন পার্টনারের সঙ্গে ঘটানো ভয়ংকর অপরাধের কথা স্বীকার করলেন বয়ফ্রেন্ড। 

Kerala Shocker: লিভ ইন সম্পর্কেই ২ সন্তান, খু*ন করে কঙ্কাল নিয়ে থানায় গেল বিকারগ্রস্ত পুরুষ পার্টনার-ই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেশাগ্রস্ত হয়ে থানায় হাজির যুবক। হাতে একটি ব্যাগ। আর সেটি খুলতেই আঁতকে ওঠে থানার সবাই। ব্যাগের ভিতর মানুষের কঙ্কাল। মদ্যপ অবস্থায় ওই যুবক দাবি করেন যে, ওই কঙ্কালগুলি তার দুই সদ্যোজাতের। যুবকের এই ভয়ংকর দাবিতে রীতিমত হতভম্ব হয়ে যায় সবাই।

এরপর পুলিস ওই যুবক এবং তার সঙ্গীকে গ্রেফতার করে। ভয়াবহ ঘটনাটি ঘটে, কেরালায়। জানা গিয়েছে, ২৫ বছর বয়সী বাভিশ এবং ২৩ বছর বয়সী আনিশা প্রেমিক-প্রেমিকা। এবং তারা একসঙ্গে লিভ-ইনে ছিলেন। রবিবার বাভিশ মদ্যপ অবস্থায় একটি ব্যাগ হাতে ত্রিশূরের পুডুক্কাড থানায় হাজির হন। সেখানে তিনি দাবি করেন, ওই ব্যাগে তার দুই সদ্যোজাতের কঙ্কাল রয়েছে। 

আরও পড়ুন:Howrah: ফের ঋণের বলি? মুখ দিয়ে বেরোচ্ছে গ্যাঁজলা, হাওড়ায় উদ্ধার বাবা-মা-ছেলের নিথর দেহ...

ত্রিশূর রুরাল পুলিস সুপার বি কৃষ্ণ কুমার জানান, বাভিশ পুলিসের হাতে ব্যাগটি তুলে দিয়ে বলে এটা শিশুদের হাড়গোড়। যেগুলি তিনি ধর্মীয় কাজের জন্য রেখেছিল যাতে তাদের আত্মা মোক্ষ পায়। কিন্তু মদ্যপ অবস্থায় থাকার জন্য তার কথায় সন্দেহ হয়, সেই রাতেই বিষয়টি যাচাই করা হয়। পরদিন সকালে নিশ্চিত হওয়া যায় দুই শিশুকে খুন করা হয়েছে।

পুলিস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে  ২০২০ সালে বাভিশ ও আনিশার সম্পর্ক শুরু হয়। তখন বাভিশের বয়স ছিল ২০, আনিশার ১৮। তারা বিয়ের পরিকল্পনা করলেও, তা বাস্তবায়িত হয়নি। পুলিস আরও জানিয়েছে, তাদের প্রথম সন্তান জন্মায় নভেম্বর ২০২১ সালে। এবং জানা যায়, আনিশা নবজাতককে গলা টিপে খুন করে। এরপরে শিশুটির দেহ বাড়ির পাশে পুঁতে দেয়। 

আরও পড়ুন:Madhya Pradesh Horror: প্রেমে পাগল যুবক, কিন্তু সেই প্রেমিকারই বুকে চেপে বসে কাটল তার গলা! ভিড় করে লোকে দেখলও তা, তবু...

তারপর প্রায় আট মাস পর, সে ওই কবর থেকে কয়েকটি হাড় তুলে বাভিশকে দেয়। দ্বিতীয় সন্তান জন্মায় আগস্ট ২০২৪ সালে। তাকেও একইভাবে খুন করে অন্য জায়গায় পুঁতে দেওয়া হয় বলে পুলিস জানিয়েছে। 

এসপি জানান,  ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে হাড়গুলিকে নবজাতকের হাড় বলেই শনাক্ত করেছেন। তবে পুরো তদন্তের অংশ হিসেবে আরও বিশদ পরীক্ষা হবে। পুলিসের দাবি, বাভিশ এই গোপন কথা ফাঁস করেন, কারণ আনিশার সঙ্গে তার সম্পর্ক দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিল। আনিশা, যিনি একজন ল্যাব টেকনিশিয়ান। তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বাভিশ ভেবেছিল আনিশা যদি অন্য কারও সঙ্গে বিয়ে করে ফেলে। এছাড়াও, বাভিশ আনিশার কাছে আরও একটি মোবাইল ফোন খুঁজে পান। যা নিয়ে তার মনে আরও সন্দেহ তীব্র হয়। যার জেরে তিনি পুলিসের কাছে গিয়ে অপরাধের কথা স্বীকার করে ফেলে। পুলিস আরও জানিয়েছে,  আনিশার দু'বারের প্রেগন্যান্সি সম্পর্কে তার বাড়ির কেউই জানত না। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More