Home> দেশ
Advertisement

Karnataka sex scandal Case: ক্ষমতা হারল বিচারের কাছে! যাবজ্জীবন এবার জেলেই পচবেন ধর্ষক প্রাক্তন MP...

 Prajwal Revanna: এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতিকে দোষী সাব্যস্ত করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। এবার সাজা ঘোষণা হল তাঁর। অর্থাৎ মামলা শুরুর মাত্র ১৪ মাসের মধ্যেই সাজা কার্যকর করল জনপ্রতিনিধিদের বিশেষ আদালত।

Karnataka sex scandal Case: ক্ষমতা হারল বিচারের কাছে! যাবজ্জীবন এবার জেলেই পচবেন ধর্ষক প্রাক্তন MP...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির কাজের মেয়েকে ধর্ষণে দোষী সাব্যস্ত  JDSর প্রাক্তন সাংসদ। ধর্ষণের পাশাপাশি অশ্লীল ভিডিয়ো তুলে হুমকি দেওয়ারও অভিযোগ। কর্ণাটকের হাসান জেলার হোলেনারসিপুরার একটি খামারবাড়িতে কাজের মেয়েকে ধর্ষণ করেন প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। শুক্রবারই বেঙ্গালুরুর জনপ্রতিনিধি বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিল ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের একাধিক মামলা রয়েছে ৷ সাজা ঘোষণার পাশাপাশি তাঁকে ১১ লক্ষ টাকার জরিমানাও করেছে আদালত ৷ প্রাক্তন সাংসদের মোবাইল থেকে বহু ধর্ষণের ভিডিয়ো পাওয়া গিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন, Woman Plots Husband's Murder: মাস্টারমাইন্ড স্ত্রী! ১১ জন মিলে স্বামীকে...জ্যা*ন্ত জ্বা*লা*নোর আগেই...

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৪৭ বছর বয়সি পরিচারিকা। রেভান্নার পরিবারের মালিকানাধীন ফার্ম হাউসের প্রাক্তন কর্মী ওই মহিলার অভিযোগ ছিল, প্রজ্জ্বল তাঁকে লাগাতার ধর্ষণ করেছে। ২০২১ সালের করোনার সময় থেকে এই অত্যাচার শুরু হয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়ের করা চারটি ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলার মধ্যে এটিই প্রথম।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএসের নেতা দেবগৌড়ার নাতি রেভান্না তাঁর মোবাইল ফোনে এই ঘটনাগুলি রেকর্ড করেছিলেন বলে জানা যায়। এদিকে ভোটের পরপর তাঁর যৌন কেলেঙ্কারির কথা ছড়িয়ে পড়ায় গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি তিনি দেশের বাইরে চলে যান ৷ 31 মে মধ্যরাতে জার্মানি থেকে ফেরার সঙ্গে সঙ্গে কর্ণাটকের কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর থেকে ১৪ মাস বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা জেলে বন্দি রয়েছেন রেভান্না ৷ 

বিচারপ্রক্রিয়া শুরু হয় ৩১ ডিসেম্বর, ২০২৪। পরবর্তী সাত মাস ধরে আদালত মোট ২৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে এবং মামলার মূল ভিডিও ক্লিপগুলির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) রিপোর্ট ও ঘটনাস্থলের পরিদর্শন রিপোর্ট খতিয়ে দেখে। তদন্ত ও বিচার চলাকালীন, নির্যাতিতা একটি শাড়ি প্রমাণ হিসেবে জমা দেন, যেটি তিনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেছিলেন। পরে ফরেনসিক বিশ্লেষণে ওই শাড়িতে শুক্রাণুর উপস্থিতি নিশ্চিত হয়। এই শাড়িটি আদালতে উপস্থাপন করা হয় এবং ধর্ষণের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে গৃহীত হয়।

সিআইডির বিশেষ তদন্তকারী দল (SIT), যেটির নেতৃত্বে ছিলেন ইনস্পেক্টর শোভা, তদন্ত চলাকালীন মোট ১২৩টি প্রমাণ সংগ্রহ করে এবং প্রায় ২,০০০ পৃষ্ঠার একটি বিশাল চার্জশিট আদালতে জমা দেয়। রেভান্নাকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬(২)(k) এবং ৩৭৬(২)(n)-এর পাশাপাশি ৩৫৪(A), ৩৫৪(B) এবং ৩৫৪(C)-এর আওতায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন, Unpaid Intern Shamed: আনপেড ইন্টার্নশিপে জরুরি ছুটি নিয়ে বসের কটূক্তি! দেশের IT সংস্কৃতিকে তুলোধনা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More