Home> দেশ
Advertisement

Elephant Killed: গর্ভবতী হাতিকে মেরে মাংস কেটে নিয়ে গেল চোরাশিকারীরা! নৃশংসতার নজির অসমে...

Elephant Killed: জঙ্গলে মিলল পচাগলা দেহ। তদন্তে বনদফতর।

Elephant Killed: গর্ভবতী হাতিকে মেরে মাংস কেটে নিয়ে গেল চোরাশিকারীরা! নৃশংসতার নজির অসমে...

ডি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের গর্ভবতী হাতিকে খুন। মৃত প্রাণীটির শরীর থেকে এবার মাংসও কেটে নিয়ে চলে গেল চোরাশিকারীরা! পচাগলা দেহ মিলল জঙ্গলে। নৃশংসতার নজির অসমে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বন দফতর সূত্রে খবর, গুয়াহাটির কাছে অসম-মেঘালয় সীমান্ত লাগোয়া টোপাটলি গ্রামের সংরক্ষিত বনাঞ্চলে হাতিটির দেহ উদ্ধার করেছে বনকর্মীরা। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, 'দেহে পচন ধরে গিয়েছে। বেশ খানিক মাংসও কেটে নিয়ে চলে গিয়েছে চোরাশিকারীরা। তবে ভ্রুণটি অবশ্য ছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেঘালয় থেকে এসেছিল চোরাশিকারী। ১৫ দিনে আগে হাতিটি খুন করা হয়।  অসম বন দফতরের আধিকারিক জানিয়েছেন, 'মেঘালয়ের বন দফতরকে ঘটনাটি জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও মামলা দায়ের করে তদন্ত শুরু করেছি'।

এর আগে, ২০২০ সালে খাবার সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে এসে বেঘোরে মরতে হয়েছিল এক গর্ভবর্তী হাতিটিকে। স্থানীয় বাসিন্দারা আনারস খেতে দিয়েছিল তাকে। কিন্তু সেই আনারসের মধ্যে ভর্তি করা ছিল পটকা-বাজি। মুখেই ফেটে যায় বাজি ভর্তি আনারস। এরপর হাতিটি চলে যায় নদীর ধারে। প্রায় ২ সপ্তাহ শুঁড় ডুবিয়ে জলে দাঁড়িয়ে থাকার পর মৃত্য়ু হয় হাতিটি। ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে।

আরও পড়ুন:  Sikkim Bike Accident | Bengali Tourist: বাইক আর পাহাড়প্রেমই হল কাল! জুলুক থেকে ফেরার পথে যুগলের মর্মান্তিক পরিণতি...

আরও পড়ুন:  Seema Haider: ভালোবাসার টানে পাকিস্তান ছেড়ে ভারতে! এদেশেই কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More