Home> দেশ
Advertisement

Pregnant Woman Dies: ১০ লাখ টাকা দিতে না পারায় প্রসূতিকে মৃত্যুর দিকে ঠেলে দিল হাসপাতাল? ভয়ংকর অভিযোগে তোলপাড়...

Pregnant Woman Dies | Pune: তানিশা স্বামী সুশান্তের দাবি, হাসপাতাল চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার ডিমান্ড করে। চিকিৎসা প্রত্যাখ্যানের পর, পরিবারের কাছে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা ছাড়া আর কোনও উপায় ছিল না।

Pregnant Woman Dies: ১০ লাখ টাকা দিতে না পারায় প্রসূতিকে মৃত্যুর দিকে ঠেলে দিল হাসপাতাল? ভয়ংকর অভিযোগে তোলপাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তানিশা ভিশে, ৭ মাসের অন্তঃসত্ত্বা। ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

যদিও পরিবার সূত্রে জানা গিয়েছে, তানিশা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিছু শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়। তানিশা স্বামী সুশান্তের দাবি, হাসপাতাল চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার ডিমান্ড করে। তিনি সঙ্গে সঙ্গে আড়াই লক্ষ টাকা জমা করার কথা জানালেও হাসপাতালের তরফ থেকে কোনরকমের চিকিৎসা করা হবে না বলে জানানো হয়। যার ফলে তানিশার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সুশান্ত পেশায় একজন প্রাইভেট সেক্রেটারি। তাঁর পক্ষে কোন মতেই এত টাকা একসঙ্গে দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। তাই তিনি বারবার জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে এই মুহূর্তে আড়াই লক্ষ টাকা জমা করে চিকিৎসা শুরু করতে তারপর বাকি টাকার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি। যদিও হাসপাতাল একটি কথাও শোনেনি তাঁর বলে অভিযোগ তানিশার স্বামীর। 

জানা গিয়েছে, তানিশা যমজ বাচ্চা জন্ম দিয়েছিলেন। সাতমাসের মাথায় শারীরিক সমস্যা তৈরি হওয়াই সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা প্রত্যাখ্যানের পর, পরিবারের কাছে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা ছাড়া আর কোনও উপায় ছিল না। তবে, প্রসবের পর জটিলতায় তানিশা মারা যান। 

পরিবারে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ যদি টাকা না দেখে চিকিৎসা দিত তাহলে তানিশা আজ বেঁচে থাকত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, 'এই বিষয়টি সম্পূর্ণ ভুল। হাসপাতালের নাম খারাপ করার জন্যই এই ভুল খবর ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই আমরা অন্তর তদন্ত শুরু করেছি, খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়া হবে।'          

আরও পড়ুন: দুই ছেলের সামনেই মহিলাকে বাসে গণধর্ষণ! ২ হাজার টাকার বিনিময়ে পুলিসের মীমাংসার চেষ্টা! কর্নাটকে 'নির্ভয়া' কাণ্ডের ছায়া...

আরও পড়ুন: ১২ ঘণ্টার ম্যারাথন! লোকসভার পর এবার রাজ্যসভায় পাস ওয়াকফ বিল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More