Home> দেশ
Advertisement

ফেসবুকে অশ্লীল ম্যাসেজ; যুবকের পরিচয় ফাঁস করলেন রাষ্ট্রপতি কন্যা

রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখার্জীকে ফেসবুকে অশ্লীল মেসেজ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পার্থ মণ্ডল নামে ওই যুবক তাঁকে নানা ধরনের অশ্লীল ম্যাসেজ পাঠাতো বলে তিনি জানিছেন।

 ফেসবুকে অশ্লীল ম্যাসেজ; যুবকের পরিচয় ফাঁস করলেন রাষ্ট্রপতি কন্যা

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখার্জীকে ফেসবুকে অশ্লীল মেসেজ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পার্থ মণ্ডল নামে ওই যুবক তাঁকে নানা ধরনের অশ্লীল ম্যাসেজ পাঠাতো বলে তিনি জানিছেন।

আরও পড়ুন- আসল ভারতীয় কারা? প্রশ্ন তুলে ফের বিতর্কে কাটজু

আজ ওই যুবকের প্রফাইলের স্ক্রিনশট ও তার পাঠানো ম্যাসেজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রাষ্ট্রপতি কন্যা।

fallbacks

এই কংগ্রেস নেত্রীর বক্তব্য, বেশ কিছুদিন ধরেই ওই যুবক তাঁকে নানা ধরনের মেসেজ পাঠাতো। প্রথমটায় চুপ করেই ছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই যুবক বাড়াবাড়ি শুরু করায় অবশেষে আজ এই সিদ্ধান্ত তাঁর।

Read More