Home> দেশ
Advertisement

Watch Viral Video: ঠাসঠাস-দুমদুম! স্কুলেই প্রধানশিক্ষিকার চুল টেনে ধরেছেন লাইব্রেরিয়ান আর তাঁর চুল খামচে...

Principal and Librarian: স্কুলের মধ্যে দুই মহিলার চুলোচুলি! একজন স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্য একজন লাইব্রেরিয়ান। স্কুলের মধ্যেই দুজনের এই তাণ্ডবের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

Watch Viral Video: ঠাসঠাস-দুমদুম! স্কুলেই প্রধানশিক্ষিকার চুল টেনে ধরেছেন লাইব্রেরিয়ান আর তাঁর চুল খামচে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কী কাণ্ড! সরকারি স্কুলের ভিতর শিক্ষিকাদের চুলোচুলি। ভাইরাল ভিডিয়োয় তোলপাড় নেটপাড়া। স্কুলের প্রধান শিক্ষিকা এবং লাইব্রেরিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ঘটনাটি ঘটে, মধ্যপ্রদেশের খারগোনের একটি সরকারি একলব্য স্কুলে।

ভিডিয়োতে, উভয় মহিলা একে অপরকে চড় মারছেন, চুল টানছেন এবং ধাক্কা দিচ্ছেন। শুধু তাই নয়, প্রধান শিক্ষিকা লাইব্রেরিয়ানের মোবাইলও ভেঙে ফেলেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শনিবার মারামারির ভিডিয়োর মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গিয়েছে, ঘটনায় দুই মহিলা হলেন প্রধান শিক্ষিকা প্রভীন দাহিয়া এবং লাইব্রেরিয়ান মধুরানি। কাজ সংক্রান্ত কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে এই পর্যায়ের ঝামেলা বাঁধে। সূত্রের খবর, দুই শিক্ষিকাকেই তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সহকারী কমিশনার প্রশান্ত আর্যের অফিসে অস্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:India Pakistan Tension: 'বলিউড নায়িকাদের হারেমে রাখব, যখন যেমন ইচ্ছে যৌনতা...'! পারভার্ট পাক ইউটিউবারের জঘন্য মন্তব্যে ফুঁসছে ভারত...

একলব্য স্কুলটি যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীন। সেহেতু শিক্ষিকাদের মামলাটির জল দিল্লি অবধি গড়িয়ে গিয়েছে। বিষয়টি জেলা কালেক্টর ভাব্য মিত্তলের কাছে পৌঁছালে, তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং আদিবাসী কল্যাণ বিভাগকে তদন্তের নির্দেশ দেন। 

বিষয়টি সম্পর্কে সহকারী কমিশনার প্রশান্ত আর্য বলেন যে প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে ঝগড়াটি কাজের সঙ্গে সম্পর্কিত। তবে, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। দিল্লির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:Children Locked: ভয়াবহ নির্মমতা! করোনা অতীত, কিন্তু লকডাউনের অভিশাপে ধ্বস্ত ৩ শিশু! টানা ৪ বছর অন্ধকারবন্দি জীবন...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More